সবাই ছুঁতে চায় আকাশটাকে, কিন্তু পারেনা। তবে আকাশ না ছুঁতে পারুক, ছোট বেগুন চারা ছুঁয়ে দেখার পর একটু ইচ্ছে করে উঁচু লেবু গাছকে ছুঁতে। আর এই ছুঁতে চাওয়ার ইচ্ছায় অনেকেই সফল, আবার অনেকেই অসফল। যারা সফল তাঁরা খুবই ভাগ্যবান। বাস্তব জীবনে যেসব অভিনেত্রীদের সূচনা হয়েছে বিজ্ঞাপন দিয়ে, তাঁরাও চান ছোটপর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠতে।
আবার যাদের কেরিয়ার শুরু হয়েছিল ছোটপর্দা দিয়ে, তাঁরাও চান বড় পর্দায় জনপ্রিয় হয়ে উঠতে। টেলিভিশনের জনপ্রিয় এক অভিনেত্রী অন্বেষা হাজরার (Annwesha Hazra) শুরুটা ‘কাজললতা’, ‘বৃদ্ধাশ্রম’, ‘চুনি পান্না’ , ‘ঠাকুমার ঝুলি’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’-র ছোটো খাটো চরিত্র দিয়ে হলেও, ‘এই পথ যদি না শেষ হয়’ -এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এটা তাঁর কেরিয়ারের মাইলস্টোন।
ছোটো পর্দায় জনপ্রিয়তার পর ইচ্ছা তো করে বড় পর্দায় বা ওটিটিতে হাত বাড়ানোর। সেই মতো অভিনেত্রী অন্বেষা হাজরা অর্থাৎ পর্দার উর্মি সেই পথে হাঁটলেন। হাঁটতেই কুড়োলেন সফলতা। শোনা যাচ্ছে, মৈনাক ভৌমিকের চিনি ২ তে দেখা যাবে অভিনেত্রী অন্বেষাকে। কোন চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে মুখ খোলেননি, তবে জানা যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর দেখা মিলবে। তবে এটাই প্রথম নয় এর আগেই তিনি বড়পর্দায় তুমি ও তুমি নামক একটি ছবিতে কাজ করেছেন।
চিনির এই নতুন সিরিজ প্রসঙ্গে তিনি জানান, ‘SVF এর কাস্টিং এবং ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট থেকে ফোন করে বলা হয়, একটা গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ভাবা হচ্ছে। এরপর আমায় জানতে চাওয়া হয় আমি ইন্টারেস্ট কিনা? আমি হ্যাঁ বলায় আমাকে স্ক্রিপ্ট পাঠানো হয়, আমি অডিশন দিই, ওইদিন দুপুরেই আমাকে সিলেক্ট করা হয়’। ২০২০ সালে অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকারকে নিয়ে তৈরি হয়েছিল চিনি। অপরাজিতা এবং মধুমিতা ছিলেন মা-মেয়ের চরিত্রে।
চিনি ২ তে থাকছেনা চিনির মত কাহিনী। তবে থাকছেন অপরাজিতা এবং মধুমিতা। এছাড়াও থাকছেন অনির্বাণ চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, প্রমুখ। মার্চের তৃতীয় সপ্তাহে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। উল্লেখ্য, জি সোনার সংসার অ্যাওয়ার্ডে অন্বেষাকে পুরস্কার দেওয়া হয়নি বলে, অন্বেষা অনুরাগীরা ক্ষোভ জানিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষকে। তারা বলছেন উর্মিকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। সবাইকে সম্মান দিলেও, এত সুন্দর চরিত্রের অভিনেত্রী কে কেন পুরস্কার দেওয়া হল না?