‘বাঁচার আশা ছিলনা’, অসুস্থতা কাটিয়ে দীর্ঘসময় পর ফের অভিনয়ে ফিরছেন পর্দার ‘ছোটমা’!

টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, অঞ্জনা বসু (Anjana Basu)। দীর্ঘদিন ভুগছিলেন, এমন পর্যায়ে চলে গিয়েছিলেন, তাঁর আর বাঁচার আশাই ছিলনা। আর তাই তো ছোটো পর্দায়

Saranna

after geting well anjana basu coming back on serial

টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, অঞ্জনা বসু (Anjana Basu)। দীর্ঘদিন ভুগছিলেন, এমন পর্যায়ে চলে গিয়েছিলেন, তাঁর আর বাঁচার আশাই ছিলনা। আর তাই তো ছোটো পর্দায় আর দেখা মিলছিল না। প্রায় এক বছর পর অভিনয় জীবন থেকে বিরতি নিয়েছিলেন, যে মানুষ অভিনয় ছাড়া কিছুই বুঝতেন না, সেই মানুষ অভিনয় ছেড়ে বিরতি নিয়েছিলেন এক বছর, এতটাই শরীর অসুস্থ হয়ে পড়েছিল অবশেষে সুস্থ হয়ে শ্যুটিং সেটে ফিরলেন।

অঞ্জনা বসু জানান, ‘ আমার দুবার কোভিড হয়েছিল। প্রথমবারে কোভিডের সাথে ডেঙ্গি হয়। এর ফলে ফুসফুস, কিডনি সব নষ্ট হয়ে যায়। সুগার ধরা পড়ে। উঠে দাঁড়াতে পারছিলাম না, ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। আবার জরায়ুতে টিউমার দেখা যায়, অস্ত্রোপচার করে বাদ দিতে হয়। দিনে প্রায় ১৩ টি ট্যাবলেট খেতে হত।

after geting well anjana basu coming back on bengali serial

কলকাতা, দিল্লি, সব জায়গায় চিকিৎসা চলল। আমার মোবাইল চার মাস বন্ধ ছিল। এক বছর কোনো কাজ করিনি। কাজের অফার এসেছে ফিরিয়ে দিয়েছি। যা পরিস্থিতি হয়েছিল, আমার আর বাঁচার আশা ছিলনা। এই মুহুর্তে মন শক্ত করে পুরানো জীবনে যে ফিরে এসেছি এটাই অনেক। এ মাস থেকে নতুন ধারাবাহিকে কাজ করছি’।

এই পরিস্থিতি জয় করে আপাতত সেটে ফিরেছেন অভিনেত্রী। লুক সেটও হয়ে গেছে। এবার শুধু শ্যুটিং করার অপেক্ষা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘দিলখুশ’। দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে এই ছবি। অসুস্থতা নিয়েই করেছিলেন এই ছবির শ্যুটিং। ছবির প্রশংসায় খুশি অভিনেত্রী।

anjana basu coming back on bengali serial

এই মাস থেকেই নতুন ধারাবাহিকে ফিরছেন। তাঁকে মায়ের চরিত্রে দেখা যাবে। মা ও ছেলের সম্পর্ক ধারাবাহিকের মূল গল্প। আবার অভিনয়ে ফিরতে পেরে খুশি অঞ্জনা বসু। শুধু অভিনেত্রী নন, দর্শকরাও আপ্লুত। উল্লেখ্য, স্টার জলসার ‘বধূবরণ’, জিৎ-শুভশ্রী অভিনীত সুপারহিট সিনেমা ‘অভিমান’, জি বাংলার ‘পিলু’, দেব রুক্মিণী অভিনীত ছবি ‘কিশমিশ’ সবেতেই খুব সুন্দর ভাবে অভিনয় করেছেন।

× close ad