দর্শকের প্রিয় ‘ঋষি’ এবার নতুন রূপে পর্দায়! তাকে দেখা যাবে এই অভিনেত্রীর সাথে

টেলিভিশন ইন্ডাস্ট্রির হার্টথ্রব হলেন শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। মন ফাগুন ধারাবাহিক থেকে এতটাই জনপ্রিয় হয়েছেন যে, সকলেই শন বলতে পাগল। এতটাই জনপ্রিয়, তাঁর রয়েছে অনেক

Saranna

sean banerjee debut on web series

টেলিভিশন ইন্ডাস্ট্রির হার্টথ্রব হলেন শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। মন ফাগুন ধারাবাহিক থেকে এতটাই জনপ্রিয় হয়েছেন যে, সকলেই শন বলতে পাগল। এতটাই জনপ্রিয়, তাঁর রয়েছে অনেক ফ্যান ফলোয়ার। সকলেই তাঁর খোঁজ নেয়। সকলেই অপেক্ষায় থাকে, কবে আবার আসবে শন বন্দ্যোপাধ্যায়। অভিনেতা জানিয়ে দিয়েছেন, বর্তমানে আর ছোটো পর্দায় নয়, এবার বড় পর্দাতেই কাজ করতে চান।

আর তাই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন যাত্রায় পা রাখছেন। অন্যদিকে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্যা সেন (Aishwarya Sen)। যিনি অভিনয় করেছেন , পুণ্যি পুকুর, ইচ্ছে নদী, পটল কুমার গানওয়ালা, শুভ দৃষ্টি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, কোরা পাখিতে। এছাড়াও উড় যা রে নামের হিন্দি ছবিতে কাজ করেছেন, দিলখুশ সিনেমায় কাজ করেছেন। ফ্ল্যাটমেট, সন্ধ্যে নামার পরে নামের ওয়েব সিরিজে কাজ করেছেন।

netizen acuse mon phagun serial for copied mithai story1

শোনা যাচ্ছে, এই দুই জনপ্রিয় অভিনেতা একসাথে জুটি বেঁধে আসছেন নতুন ওয়েব সিরিজে। এই শো পরিচালনা করবেন সৌমিক চট্টোপাধ্যায়। এক দম্পতির সম্পর্কের সমীকরণ নিয়েই এগোবে ধারাবাহিকের কাহিনী। কাহিনীতে রয়েছে চমকপ্রদ থ্রিল। এই সিরিজের শ্যুটিং হয়েছে ভাইজাগে। এখনও কিছু অংশের শ্যুটিং হতে বাকি আছে। এই শ্যুটিং কোথায় হবে তা জানা যায়নি।

সকলেই বেশ উদগ্রীব এই খবর পেয়ে। শন বন্দ্যোপাধ্যায়ের এটা প্রথম কাজ ওটিটিতে। প্রথমবার ওটিটিতে কেমন সাফল্য করে সেটাই দেখার। শন এর আগে অনেক কাজ করেছেন, অনেকের সাথে জুটি বেঁধেছেন, কিন্তু জনপ্রিয় হয়েছেন মন ফাগুনের মাধ্যমে। আর এবার জুটি বাঁধছেন ঐশ্বর্যার সাথে। এই জুটি কেমন হয় সেটাই এখন দেখার।

sean banerjee debut on web series with aishwarya sen

উল্লেখ্য, শন বন্দ্যোপাধ্যায়ের ডেবিউ হয়েছিল, ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিক দিয়ে। সিরাজের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আর সেখান থেকেই তাঁর ফলোয়ার বেশি। তবে মন ফাগুনের ঋষি চরিত্র আরও মন কেড়েছে দর্শকদের। অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যেহেতু তাঁর শুরুটা হয়েছিল ছোটো পর্দা দিয়ে। সেহেতু ২০২৩ এর শেষের দিকে ফিরতে পারেন ছোটো পর্দায়। এবার দেখা যাক কি হয়।

× close ad