জি বাংলায় (Zee Bangla) এখন নতুন ধারাবাহিকের রাজত্ব চলছে। নতুনের পাশাপাশি, পুরানো ধারাবাহিকও বেশ রাজত্ব করছে, তবে জি বাংলার পুরানো একটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। পুরনো হলেও বেশ জনপ্রিয়তা রয়েছে। হয়ত টিআরপি তালিকায় তার দেখা মেলেনা, কিন্তু দর্শকদের উৎসাহ বেশই চোখে পড়ে। তাতেই বোঝা যায়, টিআরপি তালিকায় অক্ষম হলেও, মানুষের কাছে তাদের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে।
আর শেষের দিকে ধারাবাহিকে দেখা মিলছে নয়া চমক। মিঠাই এর সবকিছু ধীরে ধীরে মনে পড়ছে, মিঠির ভবিষ্যত কী? সেটারও দেখা মিলবে। এইসব চমকের মাঝেই উঠে এসেছে একটি নতুন ঘটনা। যা দেখে অনেকেই ভাবছেন তাহলে আদৃত আর থাকবেন না? নাকি মিঠির জন্য ধারাবাহিক নির্মাতা নতুন নায়ক আনছেন। মিঠাই ধারাবাহিকের শ্যুটিং যেখানে হয়, সেখানে দেখা মিলেছে নতুন নায়কের তাই এই গুঞ্জন।
টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেতা হলেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee)। দর্শকদের খুবই কাছের এই অভিনেতা। তাঁর অভিনয় সকলের কাছে বেশ জনপ্রিয়। কখনও গোবিন্দ, কখনও দীপু আবার কখনও ভাসান বাপি হয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন। তবে ছোটো পর্দা থেকে তিনি পৌঁছে গেছেন বড় পর্দায়। শুধু টলিউডের বড় পর্দা নয়, বলিউডের বড় পর্দাতেও পৌঁছেছেন।
কিন্তু এরই মাঝে রোহন ভট্টাচার্যকে দেখা গেল মিঠাই এর শ্যুটিং ফ্লোরে অর্থাৎ ভারতলক্ষী স্টুডিওতে। আর তাই দর্শকদের প্রশ্ন তাহলে কি মিঠাই এর কোনো চরিত্রে তাঁর দেখা মিলবে। কিন্তু এই গুঞ্জন হয়তো মিথ্যা। হয়তো মিঠাই এ তাঁকে দেখা যাবেনা। হতে পারে কোনো কাজে তিনি সেখানে গিয়েছেন, কিংবা মিঠাই ছাড়া অন্য কোনো ধারাবাহিকে দেখা পাওয়া যেতে পারে তার।
উল্লেখ্য, রোহন ভট্টাচার্যের ছোটো পর্দায় কাজের কোনো গুঞ্জন শোনা যায়নি। বরং জানা গিয়েছিল অনেক গুলো ওয়েব সিরিজে তিনি কাজ করছেন। হইচইতে ‘হোস্টেল ডে’জ ওয়েব সিরিজে অভিনয় করার পর হিন্দি ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন। সম্রাট দাস ও অভিজিৎ ভট্টাচার্যের পরিচালিত ছবি ‘শূন্যক’ এ ‘X=প্রেম’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাসের সাথে জুটি বেঁধে কাজ করছেন।