মিঠাই (Mithai) ভক্তদের কাছে মিঠাই ধারাবাহিক হয়ে উঠলো হাসির খোরাক। দর্শক কটাক্ষ করে মন্তব্য করেছেন ‘এতটা গাঁজাখুরি না দেখালেই ভালো হয়’। সম্প্রতি মিঠাই ধারাবাহিকের নতুন গল্প অনুযায়ী সিদ্ধার্থ নতুন রূপে প্রায় তিন-সাড়ে তিন মাস পর সকলের মাঝে আবার ফিরে এসেছে। তবে যে ফিরে এসেছে সে সিদ্ধার্থের চরিত্রের একদম বিপরীত। সে নিজেকে অন্যকেউ প্রমান করার আপ্রাণ চেষ্টা করলেও মিঠাই রানী তাকে সিদ্ধার্থ (Siddhartha) হিসাবে প্রথম থেকেই চিনে ফেলেছিল।
ইতিমধ্যে সিদ্ধার্থ তার মিঠাই রানীর কষ্ট সহ্য করতে না পেরে তাকে নিজের সত্যিটা জানিয়েও দিয়েছে। তবে এইসবের মাঝে নতুন আগমন ঘটেছে রিকি-দ্য রকস্টারের গার্লফ্রেন্ড প্রিয়াঞ্জলির (Priyanjali)। যাকে রিকি ওরফে সিদ্ধার্থের পাশে দেখে মিঠাইরানির মন জ্বলে যাচ্ছে। মিঠাই ধারাবাহিকে গল্পের এমন মোড় দেখে এমনিই কিছুটা হতাশ হয়েছেন অনুরাগীরা। মিঠাইতে এমন গল্প আসবে তা যেন কল্পনাও করতে পারেননি দর্শক।
প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মিঠাই (Mithai) ধারাবাহিকটি দর্শক মাঝে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। মিঠাইয়ের প্রতিটি সদস্য দর্শকের কাছে বিশেষ। পরিবারে সকলের মিলেমিশে হাসি-আড্ডা দর্শক বেশ উপভোগ করেন। তবে কি মিঠাই ধারাবাহিকটির আর পাঁচটি গতানুগতিক ধারাবাহিকের গল্প দেখতে চলেছে মনে প্রশ্ন উঠছে অনুরাগীদের। মিঠাইয়ের প্রতিটি ধারাবাহিকের বিশ্লেষণে সর্বদা ব্যস্ত থাকেন মিঠাই অনুরাগীরা।
রিকিই যে আমাদের মিঠাইরানির উচ্ছেবাবু সে কথাটা দর্শকের সামনে আসার পর ধারাবাহিকে মিঠাইয়ের প্রতি সিদ্ধার্থের ভালোবাসার অনুভব, মিঠাইয়ের কষ্টে সিদ্ধার্থের মুখে কষ্টের ছাপ ফুটে উঠতে দেখা যাচ্ছে কখনও কখনও। এমনি একটি এপিসোডে মিঠাইয়ের স্মৃতিচারণ করতে করতে সিদ্ধার্থকে একটি ফুল তার গিটারের ব্যাগ থেকে বার করতে দেখা যায়, যে ফুলটি মিঠাই ধারাবাহিকে দেখানো হয়েছিল প্রায় তিন মাস আগে যখন সিদ্ধার্থ বাড়ি থেকে বেরিয়েছিল কোম্পানির শত্রুদের খুঁজতে।
মিঠাই (Mithai) তার উচ্ছেবাবুর মঙ্গল কামনায় গোপালের পায়ে ছোঁয়ানো সেই গাঁদা ফুলটি সিদ্ধার্থকে দিয়েছিলো। তারপর একটা পথ দুর্ঘটনায় মিঠাই ও সিদ্ধার্থের গল্প সেখানেই থেমে যায়। সিদ্ধার্থের হাতে ধারাবাহিকে দেখানো বর্তমান সময়ে প্রায় তিন মাস পরও মিঠাইয়ের দেওয়া গাঁদা ফুলটি সতেজ দেখে নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে। মিঠাইকে নিয়ে চরম খিল্লি করা হচ্ছে। অনেকেই বিরূপ মন্তব্য করে ঠাট্টা করেছেন ধারাবাহিকটি নিয়ে। কেউ কেউ বলেছেন ‘গাঁজাখুরি গল্প তো ঢুকেই গেছে সিরিয়ালে না জানি আরো কত কি দেখতে হবে’, তো আবার কেউ বলেছেন ‘এটা কি অমর ফুল নাকি? তিন মাস পরেও তাজা আছে’, আবার কেউ নির্মাতাদের এই ছোট ছোট বিষয়বস্তু সম্পর্কে আরও সচেতন হতে বলেছেন।