সমাজে যেমন রয়েছে ভালো মানুষ, তেমনই রয়েছে খারাপ মানুষ। ভালো খারাপ মিশিয়েই তৈরি হয় সমাজ। শুধু সমাজ নয়, সমাজের প্রত্যেকটি পরিবারে থাকে খারাপ মানুষ। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, একবার চিন্তা করে যদি দেখা যায় আমার আপনার প্রত্যেক জায়গায় এমন কোনো পরিবার নেই যেখানে সব মানুষই ভালো। কেউ না কেউ খারাপ থাকে।
বাস্তবের প্রতিফলন যেহেতু ধারাবাহিকে দেখা যায়, সেহেতু ধারাবাহিকের কাহিনীতেও আমরা দেখতে পায় একটা করে খল চরিত্র। যে কিনা নায়িকাকে সহ্য করতে পারে না একদমই। সবসময় তার ক্ষতি করে চলেছে। এই ক্ষতির অনেকরকম ভাগ দেখা যায়। কিন্তু বর্তমানে খল চরিত্রের একটা নতুন হাতিয়ার হয়েছে, নায়িকাকে অপদস্থ করার। যেমনটা জী বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল ইচ্ছে পুতুলেও (Icche Putul) দেখা গেলো।
সেই হাতিয়ারটা হল খারাপ রুড মেকআপ। আবারও একটা ধারাবাহিকে এরকম রুড মেকআপ দেখা গেল। এই খারাপ মেকআপ টা প্রথম দেখা যায় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কাদোক্কা’ তে। এই ধারাবাহিকের প্রধান চরিত্র রাধিকাকে অপদস্থ করতে খারাপ ভাবে সাজানো হয়। রাধিকার দুই ননদ ইচ্ছাকৃত রাধিকাকে বাজে সাজিয়েছে, খুব রুড মেকআপ দিয়েছে, সস্তার শাড়ি পড়িয়েছে।
এক্কাদোক্কার পর ‘রাঙা বউ’ ধারাবাহিকে দেখা যায় এই রুড মেকআপ করাতে। ধারাবাহিকের মুখ্য চরিত্র পাখিকে তাঁর শ্বশুর বাড়ির কেউ সহ্য করতে পারে না। তাই তার দুই জা তাকে খারাপ সাজায়। এরপর এরকমই ঘটনা দেখা গেল জি বাংলার অতি জনপ্রিয় একটি ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’-এ। যেখানে ধারাবাহিকের প্রধান চরিত্র মেঘকে সহ্য করতে পারে না তার দিদি ময়ূরী।
ময়ূরীর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, মেঘের তার সাথেই বিয়ে হয়েছে, আর এতেই আরও রেগে গেছে ময়ূরী। এমনিতেই মেঘকে কখনোই সহ্য করতে পারতনা ময়ূরী। সবসময় তাকে হিংসা করত। আর তাই মেঘের রিসেপশন সাজে মেঘকে খুব রুড মেকআপ দিয়ে সাজালো ময়ূরী। আর এই মেকআপ নিয়ে সকলের সামনে হাজির হলে, সকলেই তাকে তীরস্কার করে। এবার দেখার এই কারসাজিটা যার তার মুখোশ কীভাবে খোলে।