ঝিলমিলকে জেতাতে সাথ দিল শিবানী, নতুন চমক তোমার খোলা হাওয়ায়

জি বাংলার (Zee Bnagla) একটি উল্লেখযোগ্য ধারাবাহিক হল, ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa) ধারাবাহিক। ধারাবাহিকটি প্রথমদিকে প্রাইম স্লটে দেখানো হলেও, বর্তমানে দেখানো হচ্ছে ৩

Saranna

shivani stood beside jhilmil's danger in tomar khola hawa

জি বাংলার (Zee Bnagla) একটি উল্লেখযোগ্য ধারাবাহিক হল, ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa) ধারাবাহিক। ধারাবাহিকটি প্রথমদিকে প্রাইম স্লটে দেখানো হলেও, বর্তমানে দেখানো হচ্ছে ৩ টের স্লটে। তাও এর জনপ্রিয়তা খুব না হলেও মোটামুটি দেখা যায়। আর তাই ধারাবাহিকে আনা হচ্ছে নতুন চমক। যাতে ধারাবাহিকে আরও জনপ্রিয়তা আসে।

যারা ধারাবাহিক দেখেন তারা জানেন আবিরের একটি রেস্টুরেন্ট ছিল, যার নাম ‘প্রতিদিন বাঙালীয়ানা’। কিন্তু সেই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়, আর এতেই ভেঙে পড়ে আবির। আবির হাল ছেড়ে দেয়। তবে তার পাশে দাঁড়িয়েছে ঝিলমিল। সে সবসময় তাকে উৎসাহ করছে হাল না ছাড়ার। আর তাই এবার রেস্টুরেন্টটাকে আবার নতুন ভাবে চালু করতে পরিবারের সবাইকে এক করল ঝিলমিল।

shivani healped jhilmil's danger in tomar khola hawa

সম্প্রতি যে প্রোমো ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, ঝিলমিল একটি নতুন পরিকল্পনা করেছে। যেখানে ঝিলমিল বলছে, ‘আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসি। এই প্রতিদিন বাঙালীয়ানা রেধে বেড়ে খাওয়াবে সকলকে বিনামূল্যে। ‘ কিন্তু সব পরিকল্পনায় তো হল, বিনামূল্যে খাওয়ানোর জন্য টাকা কোথায়? যে মানুষটা ঝিলমিলকে সহ্য করতে পারলনা, সেই মানুষটা ঝিলমিলকে তার সোনার বালা জোড়া বিক্রি করতে দিল।

যাতে এই রান্নার কাজে লাগে। কেউ ঝিলমিলকে সাহায্য করে তাদের ঘুরতে যাওয়ার টাকা দিয়ে, আবার ঝিলমিলের শাশুড়ি তাঁর শেষ সম্বলটুকু দিয়ে ব্যবসায় সাহায্য করে। সবাই ঝিলমিলের পাশে দাঁড়ায়। এমনকি কোথায় রান্না করবে তারও ব্যবস্থা করে। এবার দেখার তারা এই নতুন ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা।

এই প্রোমো দেখে অনেকেই খুশি হয়েছে, অনেকেই এই সুন্দর প্রোমো ভিডিও দেখে স্লট চেঞ্জ করার কথা বলছেন। তাই এক অনুরাগী বলছেন, ‘ এত সুন্দর একটা সিরিয়াল সন্ধ্যা ৬.৩০- ৭.৩০এর স্লট পেলে অবশ্যই স্লট লিড করতো। খেলনা বাড়ি ,গৌরি এলো অনেক পুরনো হয়ে গেছে ওদের স্লট চেঞ্জ করে দিন।

× close ad