স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এই ধারাবাহিক নিয়ে উত্তেজনার শেষ নেই, কিছু মানুষ ধারাবাহিকের ভালো কাহিনীর জন্য উত্তেজনা দেখায়, আর কিছু মানুষ সমালোচনার জন্য উত্তেজনা দেখায়। ভালোবাসার কারণ হল ওই দুই ছোট্টো মেয়ে সোনা -রূপার আধো আধো কথা, দুজনের ভালোবাসা, দুজনের অভিনয় সবটাই। আর সমালোচনার কারণ হিসেবে দেখা যায়, এতে বছর হয়ে গেলেও এখনও হচ্ছে না সূর্য দীপার মিল।
সব জট ধীরে ধীরে খুলতে থাকলেও এখনও পর্যন্ত মিল হয়না দীপা -সূর্যর, মাঝখানে এসেই যায় মিশকা। আর আবারও মিশকার চক্রান্তের শিকার হয় সূর্য, দুজনের মাঝে এবার আইনত বিচ্ছেদের সুর। সূর্য এই নতুন বছরে দীপাকে উপহার হিসেবে দেন বিচ্ছেদের কাগজ। আর এই ঘটনায় দীপা আঘাত পায়। অজ্ঞান হয়ে যায়।
সূর্যই দীপাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেখানে গিয়ে জানতে পারে দীপা প্রচন্ড অসুস্থ। এই বয়সে এত শরীরের অবস্থা খারাপ? এই কথা এক নার্স সূর্যকে জানায়। তবে সূর্য নিজেই দীপার চিকিৎসা করছে। এমনকি দীপার মাথায় হাতও বুলিয়ে দিচ্ছে। আর এই দৃশ্য দেখে খুশি হয়ে ওঠেন লাবণ্য সেনগুপ্ত।
নার্স সূর্যকে এসে জানায়, তাকে রেস্ট নেওয়ার জন্য, কিন্তু সূর্য জানান, সে এখানে কিছুক্ষণ থাকবে। বেডে শুয়ে শুয়ে দীপার মনে পড়তে থাকে বিয়ের কথা। তারপর তার জ্ঞান ফিরতে ডাক্তার বাবুকে জড়িয়ে ধরে আর বলে আপনি আমাকে ছেড়ে যাবেননা। এবার কি তাহলে দীপাকে ছেড়ে যাবেনা সূর্য? এরপর কি হয় সেটাই দেখার।
তবে আগামী এপিসোডে দর্শকরা দেখতে পাবেন, দীপা জানাবে -“আমি এই ডিভোর্স দিতে চাইনা, সম্পর্ক আমার কাছে এত ঠুনকো নয়’। মিশকা এবং সূর্যর মুখে ঝামা ঘষে দিল দীপা। মিশকার বাড়াবাড়িতে জাজ মিশকাকে কোর্ট রুম থেকে বাইরে বের করে দেয়। তবে জাজ এবার শেষ রায় কী ঘোষণা করে সেটাই দেখার।