টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে অন্যতম হলেন, শ্রেয়া ভট্টাচার্য (Shreya Bhattacharya), শ্বেতা মিশ্র (Sweta Mishra), এবং রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharyya)। যাকে বর্তমানে দেখা যাচ্ছে, স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক মেয়েবেলা’ তে টিকলি চরিত্রে। তাঁর অভিনয় দক্ষতা সকলেরই বেশ ভালো লেগেছে। সকলেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। আর একজন অভিনয় করছেন ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে ময়ূরীর চরিত্রে।
যারা এই মেয়েবেলা’ ধারাবাহিক দেখেন তারা জানেনই টিকলির চরিত্রটি কিরূপ। টিকলি মাত্র ৭ বছর বয়সে শিশু নির্যাতনের শিকার হয়, তার পিসিমশাই এর কাছ থেকে। হোলির দিনে এই ঘটনা ঘটে। আর তাই হোলির দিন টিকলির কাছে অন্ধকারময় দিন। এই ঘটনাটি শ্রেয়া যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, তা সকল দর্শকদের কাছে বেশ প্রশংসা পেয়েছে। অনুরাগীরা প্রশংসা করে বলেছেন, ‘কী স্পর্শকাতক একটা টপিক চলছে বর্তমানে মেয়েবেলাতে।
একটা মেয়ে মাত্র ছয় বছর বয়সে নিজের পরিচিত মানুষের কাছ থেকে মলেস্টের শিকার হয়েছিল যেই ট্রমা বিশ বছর করে তাকে তাড়া করে বেড়ায়। এর উপর মেয়েটার একটার পর একটা বিয়ে ভেঙ্গে যায়।কতো কষ্টকর একটা চরিত্র। আর টিকলি চরিত্রে অভিনয় করা মেয়েটার অভিনয় ও ভীষণ সাবলীল। কোন নেকামো অতিরঞ্জিত নেই। ভীষন ভালো লেগেছে চরিত্র টাকে।’
অন্যদিকে ইচ্ছে পুতুল ধারাবাহিকের ময়ূরী চরিত্র টি ঠিক ততটাই সমালোচিত হয় দর্শকমহলে। কারণ এই চরিত্রটি একেবারে নেগেটিভ। ময়ূরী তার বোন মেঘকে একেবারেই সহ্য করতে পারেনা। মেঘের সমস্ত পছন্দ গুলোকে কেড়ে নেয় ময়ূরী। আবার সমালোচিত হওয়ার পাশাপাশি প্রশংসা পান দক্ষ অভিনয়ের। এত সুন্দর ভাবে নেগেটিভ টাকে তুলে ধরেছেন।
এবার এই দুই জনপ্রিয় অভিনেত্রী শুধু ছোটো পর্দায় নিজের প্রশংসা টিকিয়ে রাখেননি, প্রশংসা পেতে বলিউডেও পাড়ি দিয়েছেন অভিনেত্রী। সবেমাত্র জি ফাইভে মুক্তি পেয়েছে ‘মিসেস আন্ডারকভার’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রাধিকা আপ্তে, আর পার্শ্ব ভূমিকায় অভিনয় করছেন শ্রেয়া, শ্বেতা এবং রোশনি।
এই ছবিটি একটি থ্রিলার। এখানে শ্বেতা অভিনয় করছেন একটি বাংলাদেশী মেয়ের চরিত্রে। আর শ্রেয়া রয়েছেন রাধিকা আপ্তের সহযোগী। তবে রোশনীকে সাধারণ বেশেই দেখা গেছে। তার চরিত্র পর্দাতেই বোঝা যাবে। রাধিকা আপ্তের সাথে সিরিয়াল কিলার ধরার সহযোগিতা করেন। এছাড়াও রয়েছেন লাবনী সেনগুপ্ত, সাহেব চ্যাটার্জী, বিশ্বজিৎ চ্যাটার্জী, ইন্দ্রাশীষ রায়, রাজেশ শর্মা এবং অন্যান্যরা।