জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। ধারাবাহিকটি পর্ণার গুণে বেশ জমজমাট। পর্ণা একদিকে যেমন বাড়ির বউ, তেমনই সে একজন সাংবাদিক। সাংবাদিকের অনেক কাজ, দোষীদের খুঁজে সবার সামনে আনা, অন্যদিকে সে বাড়ির বউ আর তাই বাড়ির খেয়াল রাখাও তাঁর একটা কর্তব্য। তাই সে একদিকে বাড়িকেও দেখছে, অন্যদিকে তাঁর কাজের প্রধান লক্ষ্যকেও।
আর তাই বাড়িতে সে মন জয় করতে না পারলেও, দর্শকদের কাছে সে ঠিকই মন জয় করে নিয়েছে। আর তার ফলাফল দেখা মেলে টিআরপি তালিকাতেও। একদিকে যেমন রয়েছে সংসারের তেতোময় সময়, তেমনই রয়েছে রহস্য। আর সেই রহস্য ফাঁস করতে রয়েছে পর্ণার গোয়েন্দাগিরি। সব মিলিয়ে একেবারে জমজমাট।
যারা ধারাবাহিক দেখেন তারা জানেনই, দত্ত বাড়িতে নেমে এসেছে ঘোর বিপদ। ছোটকাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। আর তাই ছোটকাকে পড়তে হয় পুলিশের জেরার মুখে। আর তাই এখন সে গরাদের ভিতরে। ছোটকাকে এই অবস্থায় দেখে তো পর্ণা চুপ থাকবেনা। ছোটকা পর্ণাকে বলে তাঁকে বাঁচাতে। এবারেই শুরু হয় তাঁর গোয়েন্দাগিরি। তাই সে বেড়িয়ে পড়ে তদন্তে। একেবারে পৌঁছায় লক্ষ্ণৌতে।
তাঁর সাথে রয়েছে, সৃজন, রুচিরা, চয়ন। বাবুর মায়ের আঁচল ছেড়ে বাবু এবার পর্ণার সাথে বেড়োয় দুঃসাহসিক অভিযানে। লক্ষ্ণৌ গিয়ে একেবারে অন্য রূপে ধরা দেয় পর্ণারা। একেবারে বেগম রূপে অপরাধীকে ধরতে পর্ণার এই নতুন রূপ। যা দেখে অনেকেই বেশ প্রশংসা করেছেন। এবার শুধু দেখার কীভাবে তাদের মিশনটা সম্পন্ন হয় সেটাই দেখার।
তবে এই ট্র্যাক দেখে অনেকেই অভিযোগ তুলেছে হিন্দি ধারাবাহিকের কপির। এক নেটিজেন বলছেন, ‘খেলনা বাড়ি আর নিম ফুলের মধু হিন্দি সিরিয়ালকে কপি করে। সব হিন্দি সিরিয়ালের ট্রাক ঝেঁপে দেয়। রিসেন্ট মিতুলের ছেলে দিয়ে মিতুলকে মা*রানোর ট্রাক আর লক্ষ্ণৌ থেকে নারী পাচার উদ্ধারের ট্রাকটাও হিন্দি সিরিয়ালের কপি’।