আজ বৃহস্পতিবার। আজ বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের জন্য টিআরপি তালিকা (TRP List) প্রকাশের দিন। বর্তমানে সিরিয়াল গুলি বেশির ভাগ টিআরপির উপরেই নির্ভর করে বেঁচে আছে। একের পর নতুন সিরিয়াল শুধুমাত্র টিআরপি না পাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে শুরুর কয়েক মাসের মধ্যেই। কারুর মেয়াদ ২ মাস তো কারুর ৩ মাস তো কারুর আবার ৬ মাস।
তাই বর্তমানে ধারাবাহিক নির্মাতারা একটু অন্য গতের গল্প প্রেজেন্ট করার চেষ্টা করছেন। যার উদাহরণ স্বরূপ বলা যায় জী বাংলার জগদ্ধাত্রী, মুকুট আবার স্টার জলসার পঞ্চমী ইত্যাদি। জী বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালটি দর্শক ভীষণ ভাবে আপন করে নিয়েছেন তা টিআরপি তালিকায় চোখ রাখলেই বোঝা যায়। শুরু থেকেই এই ধারাবাহিক তালিকায় প্রথম অথবা দ্বিতীয় স্থানে নিজের জায়গা ধরে রেখেছে।
পাশাপাশি নিম ফুলের মধু সিরিয়ালটিও বেশ অন্যরকম। অন্যান্য গল্প গুলির ন্যায় কিছুটা ভিন্ন। তাই সেটাও দর্শকের পছন্দের তালিকাতেই আছে। বিগত কয়েক সপ্তাহ একটানা তালিকায় প্রথম স্থান ধরে রেখেছিল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। তবে গত সপ্তাহ আর এই সপ্তাহে সেই স্থান অক্ষত নেই। তা ছিনিয়ে নিয়েছে জগদ্ধাত্রী। তো আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা দশে তালিকায় করা জায়গা করে নিল।
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ
প্রথম – জগদ্ধাত্রী (৮.২)
দ্বিতীয় – অনুরাগের ছোঁয়া (৭.৭)
তৃতীয় – গৌরী এলো (৭.৫)
চতুর্থ – নিম ফুলের মধু (৭.৪)
পঞ্চম – রাঙা বউ (৬.০)
বাংলা মিডিয়াম (৫.৮)
পঞ্চমী (৫.৭)
মেয়েবেলা, খেলনা বাড়ি (৫.৫)
গাঁটছড়া (৫.৩)
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.২)
এই সপ্তাহেও তালিকায় বেশ অদল বদল লক্ষ্য করা যায়। জগদ্ধাত্রী গত সপ্তাহের মোট এই সপ্তাহেও টপার তবে জগদ্ধাত্রীর নম্বর বেড়েছে। অন্যদিকে অনুরাগের ছোঁয়া এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে। আর এই সপ্তাহে নম্বরও কমেছে অনুরাগের ছোঁয়ার। নিম ফুলের মধুও কিছুটা কমে গেছে। সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ।