স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। বিগত কয়েক সপ্তাহ ধরেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ নাম করলেও, বর্তমানে ধারাবাহিকের টিআরপির অবনতি হচ্ছে। যে ধারাবাহিক থাকত সবার প্রথমে, সেই ধারাবাহিক এখন দ্বিতীয় স্থানে। এর কারণ স্বরূপ দর্শকরা দাবি করছেন, দীপা-সূর্যর মিল হবে হবে করেও হচ্ছে না। তাই এমন পরিণতি।
এই অভিযোগ মেনে নিতে অপরাগ ধারাবাহিক নির্মাতারা। আর তাই তো ধারাবাহিক নির্মাতা ধারাবাহিকে আনলেন দর্শকের বহুদিনের সেই প্রতীক্ষিত মুহূর্ত। যার জন্য পথ চেয়ে বসেছিলেন দর্শক। এই ট্র্যাক এনে আবারও যাতে তাদের হারানো আসন ফিরে পাওয়া যায়, সেই ব্যবস্থাই করছেন ধারাবাহিক নির্মাতারা। যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেনই, মিশকা সূর্য আর দীপাকে একসাথে সহ্য করতে না পেরে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল।

কিন্তু মিশকা বেঁচে যায়, আহত হয় সূর্য। আর সেই মুহুর্তে দীপার মিশকার শাড়িটা খেয়াল করে নেয়। এরপর দীপার বুঝতে অসুবিধা হয়না এই সবের পিছনে কে রয়েছে। কিন্তু কোনো প্রমাণ না থাকায় মিশকা এবারেও বেঁচে যায়। আর যে গাড়ির ধাক্কায় অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়ির নাম্বার প্লেট ভুয়ো ছিল, তাই পুলিশ অপরাধীকে অ্যারেস্ট করতে পারেনি।
ডক্টর সূর্যকে ছেড়ে দিলে, সূর্য বাড়ি যায়। দীপা-সূর্য না চাইতেও আবার কাছাকাছি আসছে একে অপরের। তাদের মাঝে যতই অভিমান থাকুক না কেন ভালোবাসার টান তারা কিছুতেই এড়াতে পারেনি। সাথে তারা যে এখন আরও এক সম্পর্কের বাঁধনে জড়িয়ে পড়েছে। তারা এখন বাবা-মা। সূর্য তার দীপাকে আঁকড়ে ধরতে চাইছে। কারণ সেও যে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে।

দীপা সূর্যকে জানায়, ‘সব আগের মতো ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব’। কিন্তু সূর্যর ভুলটা না ভাঙলে সবটা কি ঠিক হওয়া এতো সোজা? তবে এতো কিছুতে এটা বোঝাই যাচ্ছে মিশকা যতই ফন্দি করুক না কেন দীপা কিছুতেই সূর্যকে তার থেকে আলাদা হতে দেবেনা। শুধু মিশকার রহস্য ফাঁস হলেই সব ঠিক হয়ে যাবে, সূর্য বুঝতে পারবে মিশকার আসল রূপ। তখন মিশকাকে নয়, দীপাকেই বিশ্বাস করবে সূর্য।








