জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। প্রায় দুই বছর ধরে ধারাবাহিকটি পর্দায় টিকে রয়েছে। তবে দর্শকের কাছে আজও জনপ্রিয়। মিঠাইয়ের জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি একটুও। সময়ের সাথে আর সময়ের পরিবর্তনের কারণে টিআরপি তালিকায় মিঠাই ধারাবাহিকের বিশেষ প্রতিফলন দেখা না গেলেও মিঠাই ও সিদ্ধার্থর গল্প এবং শিল্পী হিসাবে সৌমিতৃষা ও আদৃত রায় (Adrit Roy) কেও দর্শক এখনও আগের মতোই ভালোবাসেন।
সময়ের সাথে গল্পেও অনেক পরিবর্তন এসেছে। তবে বাঙালিয়ানায় খামতি হয়নি। পরিবারের ভালোবাসায় চির ধরেনি। মিঠাই দর্শককে শিখিয়েছে কিভাবে একসাথে মিলে মিশে সুখে দুঃখে পাশে থাকা যায়। কিভাবে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া যায়। মিঠাই বাংলার মানুষের কাছে আবেগে পরিনত হয়েছে। তাই খারাপ লাগলে যেমন দর্শক বলেন আবার ভালো লাগলেও বারবার প্রশংসায় ভরিয়ে তোলেন।
কিন্তু সবকিছুর মাঝেও কিছু খামতি বা খারাপ থেকেই যায়। কিছু সিরিয়াল প্রেমী দর্শক আছেন যারা পর্দা আর বাস্তবকে গুলিয়ে ফেলেন। তারা এতটাই মত্ত হয়ে যান যে, সিরিয়ালে গড়ে ওঠা জুটিকে নিজেরাই বাস্তবায়িত করার চেষ্টা করেন জোর করে। আর তা না হলেই পছন্দের শিল্পীকেও মাটিতে নামিয়ে আনতে কুৎসিত মন্তব্য করতে পিছপা হননা।
ঠিক তেমনই এক ঘটনা ঘটে চলেছে মিঠাই ধারাবাহিকের অভিনেতা সিদ্ধার্থ অর্থাৎ আদৃত আর অভিনেত্রী শ্রীনন্দা অর্থাৎ কৌশাম্বিকে ঘিরে। এই দুই অভিনেতা অভিনেত্রী পর্দায় ভাই ও দিদির চরিত্রে অভিনয় করেন। তবে গত এক বছর যাবৎ তাদের বাস্তব জীবনের সম্পর্ককে ঘিরে জোর গুঞ্জন ওঠে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই বিষয়ে স্পষ্ট করে কেউই কখনই কিছু জানাননি। তবুও দর্শকের চুলচেরা বিশ্লেষণ শেষ হয়নি।
আর তার সাথে জঘন্য থেকে জঘন্যতর মন্তব্যের বান। তাই অবশেষে অভিনেতা আর নিজেকে থামিয়ে রাখতে পারেননি। সকলকে ভদ্র ভাষায় নিঃশব্দে কড়া জবাব দিলেন। সম্প্রতি, একজন অভিনেতাকে উদ্দেশ্য করে মন্তব্য করেন ‘তাকে আর অভিনেত্রী কৌশাম্বীকে যেন মিঠাই থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়’। তবে অভিনেতা তাকে, নিজের জবাবে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন ঘৃণা করার মানুষদের থেকে অভিনেতার কাছে তাকে যারা ভালোবাসেন, তার অভিনয় যারা ভালোবাসেন তারা বেশ গুরুত্বপূর্ণ। তিনি তাদের জন্য বারবার পর্দায় ফিরে আসবেন।