জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘সোহাগ জল’ (Sohag Jol)। গত বছর ২৮ শে নভেম্বর ধারাবাহিকের পথচলা শুরু হয়েছিল। হানি বাফনা আর শ্বেতা ভট্টাচার্যের এই ধারাবাহিক দর্শকমহলে বেশ প্রশংসিত। প্রশংসিত হলেও সমালোচিত হতে দেখা গিয়েছিল। ধারাবাহিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল পরকীয়ার। আর তাই ধারাবাহিক না দেখার পণ নিয়েছিলেন দর্শকরা।
অন্যদিকে টিআরপিও ছিলনা, তাই শোনা গিয়েছিল পথচলা শেষ হচ্ছে। কিন্তু পথচলা শেষ হয়নি, বরং ধারাবাহিকে দেখা গেছে নানান চমক। টিআরপি তালিকায় নিজেদের স্থানকে অটুট রাখতে ধারাবাহিকে আনা হচ্ছে নতুন চমক। সম্প্রতি সেই প্রোমো সামনে এসেছে। যা দেখে বেশ অবাকই হয়েছেন দর্শকরা। আসলে এমনটা যে হবে তা আশা করেননি অনেকেই।
ধারাবাহিক যারা দেখেন তারা জানেনই বেণী এবং সাম্যর অবৈধ সন্তান ভূমিষ্ট হয়েছে। আর এই সন্তানকে দত্তক নেওয়ার চিন্তাভাবনা করছে, জুঁই এবং শুভ্র। জুঁই এর দাদাকে খুন করতে যাওয়ার অপরাধে সাম্য এখন জেলে। আর সেখানেই শুভ্র এবং জুঁই সন্তানকে নিয়ে যায়। সাম্য কে জুঁই বলে ‘নিজের সন্তানকে একবার দেখবেন না’।
সাম্য জানায়, ‘মানি না আমার সন্তান’। এই কথা শুনে জুঁই বলে, ‘এখনো সময় আছে দাদা শুধরে যান’। এরপর দেখা যাচ্ছে শুভ্রর মতো দেখতে এক অপরাধী জেলের ভিতর। এবার সাম্য একেই হাতিয়ার বানাবে। এরপর দেখার কীভাবে শায়েস্তা করে সাম্য। উল্লেখ্য, বেনী বৌদির চরিত্রে যিনি অভিনয় করছিলেন তিনি হলেন, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাইপাস সংলগ্ন একটি ব্যাঙ্কোয়েটে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী।
প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে দীর্ঘ প্রেমের পর মে মাসের প্রথম দিনে চার হাত এক হল। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতারা সেখানে উপস্থিত ছিলেন। শ্রুতি দাস, শ্রীতমা ভট্টাচার্য, সুদেষ্ণা রায়-সহ টেলিপাড়ার একাধিক তারকারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাজনীতির জগতের মানুষরাও। উপস্থিত ছিলেন মদন মিত্র।