মৃত্যুর আগেই উইল করে সর্বস্ব করেছেন দান! জেনে নিন এই ৫ তারকার পরিচয়

অভিনেতা অভিনেত্রীদের আমরা সর্বদা লাইম লাইটেই দেখতে অভ্যস্থ। তাদের ব্যক্তিগত জীবনও সর্বদা চর্চায় উঠে আসে। তাদের বন্ধু, আত্মীয়, পরিজন, সুখের খবর, দুঃখের খবর, প্রেম এইসবের

Desk

অভিনেতা অভিনেত্রীদের আমরা সর্বদা লাইম লাইটেই দেখতে অভ্যস্থ। তাদের ব্যক্তিগত জীবনও সর্বদা চর্চায় উঠে আসে। তাদের বন্ধু, আত্মীয়, পরিজন, সুখের খবর, দুঃখের খবর, প্রেম এইসবের কোনো কিছুই বাদ পড়ে না সোশ্যাল মিডিয়ার চর্চা থেকে। কিন্তু বলিউডে (Bollywood) এমন অনেক সেলিব্রিটি আছেন যারা পর্দার ওপারে থেকেও সাধারণ ও অসহায় মানুষের খুব কাছাকাছি থাকতে পছন্দ করেন, থাকেন। বিপদে অসহায়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে যাদের কোনো সংকোচ বোধ হয় না।

ভক্তরা তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের ব্যবহৃত জিনিস পেতে কত কিছুই না করতে পারেন। আবার চাইলে সেই সব জিনিস কিনতে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন নির্দ্বিধায়। কিন্তু আজ এমন কিছু অভিনেতা অভিনেত্রী গায়িকার কথা জানবেন যারা মারা যাওয়ার আগেই উইল করে নিজেদের সমস্তকিছু দান করে দিয়ে গেছেন নির্ধিদ্বায়।যারা নিজেদের কাজ দিয়ে তো বটেই সাথে সাথে অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানুষের মনে অমর হয়ে রয়েছেন। যাদের মানুষ কখনও সহজে ভুলে যেতে পারবেনা। অনেক তারকাই আছেন যারা দান করতে পছন্দ করেন কিন্তু সেটা কেবলই ক্যামেরার সামনে, দর্শকের মাঝে নিজেদের জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে।

5 celebrities who donate their property after death

কিন্তু এমন কিছু তারকা ইন্ডাস্ট্রিতে ছিলেন যারা শুধু ক্যামেরার সামনে নয় বরং মন থেকে অসহায়ের পাশে দাঁড়ানোর উদ্দ্যেশ্যেই নিজের সারাজীবনের পরিশ্রমের অর্জিত সবকিছু দান করে দিয়েছেন। এমনকি মৃত্যুর পরেও তাদের অর্জিত সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। তারা কোনো খবরে আসেননি, শুধু থেকে গেছেন মানুষের বুক ভরা ভালোবাসা ও প্রার্থনায়। এই বলিউড (Bollywood) তারকারা ছিলেন

ইরফান খান (Irrfan Khan)

ভারতীয় চলচ্চিত্রের একজন দাপুটে অভিনেতা ছিলেন ইরফান খান। ২০২০ সালের ২৯ শে এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে ক্যান্সারজনিত রোগে প্রয়াত হন এই অভিনেতা। অভিনেতার মৃত্যু হিন্দি চলচ্চিত্র জগতের আকাশ থেকে নক্ষত্র পতন ঘটেছিল। তার অভিনীত চলচ্চিত্রগুলিতে তার অভিনীত প্রতিটি চরিত্র দর্শকের মনে তাকে বিশেষ স্থান অর্জনে সাহায্য করেছে বারংবার। এই অভিনেতা মারা যাওয়ার পর তার পূর্ব ইচ্ছানুসারে অভিনেতার স্ত্রী অভিনেতার অর্জিত সম্পত্তির একটি বড়ো অংশ প্রায় ৬০০ কোটি টাকা দান করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)

ধারাবাহিকে অভিনয় দিয়ে শুরু করে সালমান খান সঞ্চালিত বিগ বস এর ১৩ তম সিজনের বিজেতা ছিলেন এই অভিনেতা। মাত্র ৪০ বছর বয়সে ২০২১ শের ২ রা সেপ্টেম্বর এই অভিনেতার অকাল প্রয়াণ ঘটে। এই অভিনেতা তার স্বল্প সময়ের অভিনয় জীবনে নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। খবর সূত্রে জানা যায়, অভিনেতার মৃত্যুর পর তার মৃত্যুই পূর্বে করে যাওয়া একটি উইল অনুযায়ী অভিনেতার জীবনে অর্জিত সম্পত্তি থেকে প্রায় ৫০ কোটি টাকা মত তিনি দান করার কথা লিখে গেছেন।

লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)

ভারতীয় সংগীত জগতের কোকিল কন্ঠী আখ্যায়িত এই বর্ষীয়ান গায়িকা চলতি বছর ২০২২ এর ৬ ই ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে সুরের জগতের আকাশ থেকে বিরাট এক নক্ষত্রের পতন ঘটেছে। তার গাওয়া গান সকলের মনের মনিকোঠায় অমর হিসাবে সুসজ্জিত থাকবে। সবচেয়ে বেশি গান গাওয়ার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম ওঠে। এই গায়িকাও মারা যাবার পর তার পূর্বে করা যাওয়া একটি উইল অনুযায়ী তার সমস্ত অর্জিত সম্পত্তি যা আনুমানিক ৫০০কোটি টাকা হবে তিনি তা দান করার কথা জানিয়ে গেছেন।

 সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)

২০০৮ এ অভিনয় জগতে পথ চলা শুরু করেছিলেন এই  অভিনেতা। তার স্বল্প সময়ের অভিনয় জীবনেই জয় করে নিয়েছিলেন লক্ষ লক্ষ দর্শকের ভালোবাসা। কিন্তু ২০২০ সালে মুম্বাইতে থাকাকালীন তার বাড়ি থেকেই অভিনেতার রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যায়। মাত্র ৩৪ বছর বয়সে অভিনেতার পথ চলা থেমে যায়। সে হারিয়ে যায় কোনো এক অজানা না ফেরার দেশে। এই অভিনেতা বরাবরই দান করতে ভালোবাসতেন। তার দানের খবর মাঝে মধ্যেই শোনা যেত। খবর সূত্রে জানা গেছে, অভিনেতার মারা যাওয়ার পর তার পরিবার বিশেষত অভিনেতার বাবা তার সমস্ত জিনিসপত্র সম্পত্তি দান করে দেন।

শ্ৰীদেবী কাপুর (Sridevi Kapoor)

বলিউড কুইন শ্রীদেবী কাপুর আজ তিনি হারিয়ে গেছেন পৃথিবীর বুক থেকে। ৫৪ বছর বয়সে দুবাইতে একটি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। অভিনয় জীবনের কৃতিত্ব স্বরূপ অসংখ্য পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। হিন্দি ভাষা ছাড়াও অনেকগুলি ভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনি মারা যাওয়ার পর তার সম্পত্তির অর্ধেক অভিনেত্রীর স্বামী দান করে দিয়েছেন। আর একটি গ্রামে বাচ্চাদের শিক্ষার স্বার্থে একটি স্কুলও তৈরী করে দেন তিনি।

× close ad