স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘পটল কুমার গানওয়ালা’। যা শুরু হয়েছিল ২০১৫ সালের ১৪ ডিসেম্বর, আর শেষ হয় ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর। ধারাবাহিকটি সকলের মন কেড়ে নিয়েছিল। এই ধারাবাহিকে পটলের চরিত্রে দেখা গিয়েছিল, হিয়া দে কে। এছাড়াও এই ধারাবাহিকে আরও একজন খুদে ছিল, যাকে দেখা গিয়েছে তুলির চরিত্রে। চরিত্রটি ছিল নেগেটিভ শেডের। এই তুলির চরিত্রে অভিনয় করেছেন সিঞ্চনা সরকার (Sinchana Sarkar)।
ধারাবাহিক চলাকালীন প্রশ্ন উঠেছিল, এইটুকু বয়সে এত নেগেটিভ চরিত্র, বাচ্চা মনে প্রভাব ফেলবে। বড় বয়সেও এরকম নেগেটিভ সত্তা তৈরি হবে। বেশ বিতর্ক হয়েছিল। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় পর্যন্ত এই চরিত্রের বিরোধিতা করেছিলেন । কিন্তু কি আর করা যাবে, এটা একটা চরিত্র, চরিত্রের গুণে সে নেতিবাচক, বাস্তবে নয়।

তবে নেতিবাচক হিসেবে তাঁর চরিত্রটি বেশ প্রশংসা পেয়েছে। আর তাই আবারও তাঁকে দেখা গেছে নেতিবাচক চরিত্রে। বর্তমানে স্টার জলসায় সম্প্রচারিত হতে দেখা যাচ্ছে, একটি জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola o Sreeman prithviraj)। এই ধারাবাহিকে কমলার বৌদি’র চরিত্রে দেখা যাচ্ছে। এখানেও দেওয়া হয়েছে নেগেটিভ শেড।
আবারও এই নেতিবাচক চরিত্রে দেখে দর্শকরা বেশ প্রশংসা করছে। পটল কুমার গানওয়ালা ধারাবাহিকের পর দেখা গিয়েছিল, গোপাল ভরের স্ত্রী পার্বতীর চরিত্রে। সেখানে গোপালের সাথে টম অ্যান্ড জেরির মত দুষ্টু মিষ্টি সম্পর্ক দর্শকদের মন জিতে নিয়েছিল। তারপর ‘গৌরী এলো’ ধারাবাহিকে এবং কালার্স বাংলার ‘ফেরারি মন’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল।

উল্লেখ্য , কমলা ও শ্রীমাণ পৃথ্বীরাজ ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়েছে। টিআরপি তালিকাতেও তার ফলাফল দেখা গিয়েছে। বেশিরভাগ সময় সেরা 5 এ থাকা 7/8+ রেটিং “পাওয়া খেলনা বাড়ি” কে হারিয়ে প্রথম বারের মত দেড় মাসের মধ্যেই স্লট দখল করে নিল “কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ” , এই ধারাবাহিককে দেখা গেছে ষষ্ঠ স্থানে। আর খেলনা বাড়িকে দেখা গেছে সেই ১১ নম্বর স্থানে।








