কতদিন আর অপেক্ষায় রাখবে, সব কিছুরই তো একটা শেষ রয়েছে, আর কত প্রতীক্ষা করবে অনুরাগীরা? কয়েক মাস ধরেই তো অপেক্ষা করে যাচ্ছে, অপেক্ষার অবসান আর হয়না। বুঝতেই পারছেন কোন ধারাবাহিকের কথা বলছি? যে ধারাবাহিক সবসময় অপেক্ষা করিয়ে রাখে সেই ধারাবাহিকের কথায় বলছি। এখানে কথা বলা হচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) সম্পর্কে।
এই ধারাবাহিক দর্শকদের অনেক অপেক্ষা করিয়ে রেখেছে। এখনো অবধি মিল হচ্ছে না সূর্য-দীপার, সূর্য দীপার মিল হয়নি বলেই সোনা-রূপাও ফিরে পায়নি তাদের আপনজনকে। অন্যদিকে মিশকারও ছল চাতুরি ধরা পড়েনি। ছল চাতুরী ধরা পড়লেই মিল হবে। তবে এবার দর্শকদের অপেক্ষার অবসান শেষ। খুব শীঘ্রই মা বাবাকে কাছে পাবে সোনা-রূপা।
সোনা তার মাকে খুঁজে বেড়াচ্ছে , আর রূপা তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। সাম্প্রতিক ট্র্যাকে দেখা যাচ্ছে, রূপা একটা টিনের বাক্সে তার বাবার পরিচয় খোঁজে। আর সেখানেই তার মায়ের আধার কার্ড পায়, আর সেখানে লেখা রয়েছে দীপা সেনগুপ্তের স্বামীর নাম সূর্য সেনগুপ্ত। এই নাম পড়ে রূপা অবাক হয়ে বলে,’ এটা তো হিংসেকুটির বাবা।
মানে ডাক্তারবাবুর ভালো নাম। তাহলে কি হিংসেকুটির বাবাই আমার বাবা। কিন্তু সেটা হলে মা আমাকে বলবে না কেন?’ এরপর সে আধার কার্ডের ঠিকানা দেখে, তাতে লেখা রয়েছে কলকাতার ঠিকানা। তখন ভাবে তাহলে আমার বাবা বিদেশে নেই, কলকাতায় আছে। এরপর রূপা ভাবে এই ঠিকানায় গেলে কি আমার বাবার খোঁজ পাব? এরপর রূপা কি করে এখন সেটাই দেখার।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে এই ধারাবাহিক টিআরপি টপার হচ্ছিল, কিন্তু মাঝখানে দেখা গিয়েছিল, জগদ্ধাত্রী এগিয়ে আর অনুরাগের ছোঁয়া পিছিয়ে। কিন্তু সম্প্রতি যে টিআরপি তালিকা প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে, আবারও বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। আর জগদ্ধাত্রী আবারও দ্বিতীয় স্থানে। অনেকেই খুশি হয়েছেন এই ঘটনায়।