সবকিছুর যেমন শুরু আছে, শেষও আছে। কিন্তু আমরা অনেকেই মানতে পারিনা এই শেষটাকে। শুরুটাকেই ধরে রাখতে চায়। এই যেমন সকলের জনপ্রিয় জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। মিঠাই ধারাবাহিককে দর্শকরা এতটাই ভালোবেসে ফেলেছে যে, তাকে ছাড়তেই চাইছেন না দর্শকরা। মেনেই নিতে পারছেন না ধারাবাহিক শেষ হয়ে যাবে।
অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু এখনও শেষ হয়নি ধারাবাহিকের পথচলা। তবে মিঠাই এর কলাকুশলীরা গুঞ্জনে শিলমোহর দিয়েছেন, খুব শীঘ্রই শেষ হচ্ছে ধারাবাহিক। এই খবরে অনুরাগীরা খুবই আপসেট। আর এর মাঝেই শোনা গেল আরও এক খারাপ খবর। মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) অসুস্থ হয়ে পড়েছে। সৌমিতৃষার খুব ব্যাকপেইন হচ্ছে, চলাফেরা করতেও তাঁর অসুবিধা হচ্ছে।
আর তাই তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। অভিনেত্রীর শরীর এতটাই খারাপ যে গত শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে ছুটি নিয়ে বাড়ি চলে যান। অভিনেত্রী জানান , ‘ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শ্যুটিং করেছি, আমার খুব ব্যাকপেইন হচ্ছে। তার মধ্যেই কাজ করেছি। নতুন সেটে এই যন্ত্রণা নিয়েই সিঁড়ি ভেঙেছি। তার জন্য ব্যাথাটা খানিকটা বেড়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাব’।
একদিকে ধারাবাহিক শেষ হওয়ার খবরে যেমন মনখারাপ, তেমনই আবার মিঠাই এর শারীরিক অসুস্থতার জন্যও মনখারাপ সকলের। মিঠাই শেষ হচ্ছে তাই তার জায়গায় আসছে নতুন ধারাবাহিক ফুলকি। মিঠাই এর সেট ভেঙে তৈরি হচ্ছে ফুলকির সেট। আরও কিছুদিন চলবে মিঠাই, তারপরই শেষ হয়ে যাবে মিঠাই। সকলেই আবেগপ্রবণ এই ঘটনায়। এক অনুরাগী লিখেছেন, ‘ভাঙা গড়ার কারিগরতো একজনই।
তাই বলে মিঠাই শেষ হওয়ার আগে মনোহরা ভেঙে গেছে মনোহরার গলিটা, ছাদটা,সিধাইয়ের ঘরটা, ড্রয়িং রুমটা আর রান্নার জায়গাটা ছাড়া তো আমরা আর বেশি কিছু পাইনি, যেটুকু পেয়েছি তাতেই আমাদের বেশ চলছিলো জানি না নতুন জায়গায় আমরা কি আদৌও মানিয়ে নিতে পারবো। ইশশশশ কিভাবে ভাঙা হচ্ছে সেটটা,,এখানে অন্য একটার শুটিং হবে ভাবতেও কেমন যেন লাগছে নুতনদের জায়গা দিতে পুরনোদের জায়গা ছেড়ে দিতে হয়’।