অভিনয়ের স্বার্থে নাম পরিবর্তন করতে হয়েছিল! জেনে নিন এই ১২ জন তারকার আসল পরিচয়

কোনো মানুষের কাছে তার নাম তার সবচেয়ে বড়ো পরিচয়। নাম দিয়েই আমরা কাউকে নির্দিষ্ট করে চিহ্নিত করে থাকি। তবে সেই নাম সকলের মনে গেঁথে দিতে

Desk

12 celebrities who changed their real name

কোনো মানুষের কাছে তার নাম তার সবচেয়ে বড়ো পরিচয়। নাম দিয়েই আমরা কাউকে নির্দিষ্ট করে চিহ্নিত করে থাকি। তবে সেই নাম সকলের মনে গেঁথে দিতে গেলে লাগে কঠোর পরিশ্রম। সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন কিছু অভিনেতা অভিনেত্রী আছেন যারা বলিউডে (Bollywood) সবচেয়ে বেশি প্রভাবশালী তারকার (Celebrities) তালিকায় নিজেদের নাম গড়ে তুলেছেন। দর্শক তাদের এক নামেই চিনতে পেরে যাবেন। যেমন সালমান খান, অমিতাভ বচ্চন ইত্যাদি।

তবে এমনটা জরুরি হয় না যে অভিনেতা অভিনেত্রীরা সর্বদা জন্ম প্রদত্ত নাম নিয়েই খ্যাতি অর্জন করেছেন। অভিনেতা অভিনেত্রীদের মূল পরিচয় তাদের নামের আগেও তাদের কাজ। অভিনয়ের দক্ষতাই একজন তারকাকে (Celebrities) সকলের কাছে পরিচিত ও জনপ্রিয় করে তোলে। তাই আজ বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির এমন কিছু অভিনেতা-অভিনেত্রীর সম্পর্কে জানাবো যারা অভিনয় জগতের বহুল জনপ্রিয় মুখ, কিন্তু তাদের আমরা যে নাম চিনি সেটা তাদের ছদ্মনাম। আসলে তাদের জন্মপ্রদত্ত নাম ছিল অন্যকিছু।

12 celebrities who changed their real name

আসুন জেনে নেওয়া যাক সেই অভিনেতা-অভিনেত্রীদের পরিচয় :

অমিতাভ  বচ্চন (Amitabh Bachchan)

বলিউডের এই জনপ্রিয় অভিনেতা একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকের মনে বিশেষ স্থান করে নিয়েছেন। ইন্ডাস্ট্রিতে তিনি দর্শক প্রদত্ত ‘বিগ বি’ নামে খ্যাত। ইন্ডাস্ট্রির বিগ বি অমিতাভ বচ্চন নামেই আমাদের সকলের কাছে পরিচিত কিন্তু এটা অভিনেতার আসল নাম নয়। ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চন জনপ্রিয় হয়ে উঠলেও, এই অভিনেতার আসল নাম ছিল ‘অমিতাভ শ্রীবাস্তব (Amitabh Srivastava)’।

আমির খান (Aamir Khan)

বলিউডের জনপ্রিয় খানদের মধ্যে একজন এই অভিনেতা। আমির খানকে বলিউডে ‘মিস্টার পারফেক্ট’ বলেও অভিনীত করা হয়। মিস্টার পারফেক্ট নিজের অভিনয়ের জাদুতে বারংবার দর্শককে করেছেন মুগ্ধ। এই অভিনেতা ইন্ডাস্ট্রিতে আমির খান নামে পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করলেও আসলে এই অভিনেতার নাম ছিল ‘মোহাম্মদ আমির হোসেন খান (Mohammed Aamir Hussain Khan)’।

রজনীকান্ত (Rajinikanth)

হিন্দি ও দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। এই অভিনেতা নিজের অসাধারণ অভিনয়ের  জন্য প্রচুর খ্যাতি অর্জন করেছেন ইন্ডাস্ট্রিতে। ১৯৭৫ সালে এই অভিনেতা নিজের অভিনয় জীবনের যাত্রা শুরু করেছিলেন ‘অপূর্ব রাগাঙ্গাল’ নামে এক তামিল সিনেমার মধ্যে দিয়ে। রজনীকান্ত, এই পরিচয়ে তাকে ইন্ডাস্ট্রিতে সকলে চিনলেও আসলে তার নাম ছিল ‘শিবাজী রাও গায়কোয়াড় (Shivaji Rao Gaekwad)’।

সলমান খান (Salman Khan)

বলিউডের এই অভিনেতাকে সকলে এক নাম ভাইজান বলেই চেনেন। সালমান খান অত্যন্ত প্রভাবশালী একজন অভিনেতা। তিনি ছাড়াও তার বাবা ও অন্য দুই ভাইও অভিনয় জগতের সাথে যুক্ত। অভিনয় যেন এই অভিনেতার রক্তে মিশে আছে। রোম্যান্টিক সিনেমা থেকে শুরু করে অ্যাকশন সিনেমা সবেতেই দুর্দান্ত অভিনয় করে লক্ষ্য দর্শকের হৃদয়ে বিরাজ করেন অভিনেতা। ইন্ডাস্ট্রিতে সালমান খান নামে পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করলেও, বাস্তবে এই অভিনেতার নাম ছিল ‘আব্দুল রশিদ সেলিম সালমান খান (Abdul Rashid Salim Salman Khan)’।

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)

টলিউড ও বলিউড সমান তালে জয় করে রাখা এই অভিনেতা ‘ডিস্কো ড্যান্সার’ নামে পরিচিত। অনেকগুলি সিনেমায় অভিনেতা অভিনয় করে দর্শকের মনে রাজত্ব করছেন। ‘ডিস্কো ড্যান্সার’, ‘মহাগুরু’ অনেক নামেই তিনি ইন্ডাস্ট্রিতে খ্যাত। এই অভিনেতা ইন্ডাস্ট্রিতে মিঠুন চক্রবর্তী নামে পরিচয় পেলেও আসলে অভিনেতার নাম ছিল ‘গৌরাঙ্গ চক্রবর্তী (Gouranga Chakraborty)’।

অক্ষয় কুমার (Akshay Kumar)

বলিউডের অ্যাকশন ও কমেডি দুই ক্ষেত্রেই এই অভিনেতা নিজের অসাধারণ অভিনয় দিয়ে মন জয় করেছেন সকলের। ইন্ডাস্ট্রিতে অনেকে এই অভিনেতাকে আক্কি বলেও ডাকেন। ইন্ডাস্ট্রির অক্ষয় কুমারের আসলে নাম ছিল ‘রাজিব হরি ওম ভাটিয়া (Rajiv Hari Om Bhatia)’।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন ক্যাটরিনা কাইফ। রূপের জাদুতে ও অভনয়ের গুনে এই অভিনেত্রীও বলিউডে বেশ জনপ্রিয় একটি নাম। এই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নামে বলিউডে পরিচিতি লাভ করলেও এই অভিনেত্রীর আসল নাম ছিল ‘ক্যাটরিনা টারকোটে (Katrina Turquotte)’।

রনবীর সিং (Ranveer Singh)

বলিউডের চার্মিং ও এনার্জিটিক অভিনেতা হলেন রণবীর সিং। তার স্বতঃস্ফূর্তটাকে মত্ দেওয়া খুবই কঠিন। তিনি সর্বদা নিজের সর্বদা নিজের চারপাশ টা মাতিয়ে রাখেন। অভিনেতা তার অসাধারণ অভিনয় দিয়ে মন জিতে নিয়েছেন দর্শকের। এই অভিনেতা বলিউডে রণবীর সিং নামে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করলেও আসলে এই অভিনেতার নাম ছিল ‘রণবীর সিং ভাবনানি (Ranveer Singh Bhavnani)’।

অজয় দেবগন (Ajay Devgn)

এই অভিনেতাও বলিউডে অ্যাকশন ও কমেডি দুইয়ের জন্যই জনপ্রিয়। ১৯৯১ সালে এই অভিনেতার অভিনয় জীবনের যাত্রা শুরু হয়েছিল। তার শুরুর দিকে অভিনয় জগতে তার বাস্তব নামের সাথে অনেক নতুন অভিনেতার নাম মিলে যাওয়ায় তাকে নিজের নাম পরিবর্তন করতে হয়। ইন্ডাস্ট্রিতে অভিনেতা অজয় দেবগন নামে পরিচিত হলেও বাস্তবে তার নাম ছিল ‘বিশাল বীরু দেবগন (Vishal Veeru Devgan)’।

রেখা (Rekha)

অভিনেত্রী রেখা জন্মগত তামিলিয়ান হলেও বলিউডে তার জুড়ি মেলা ভার। বলিউডে এই  অভিনেত্রী প্রভূত খ্যাতি অর্জন করেছেন। ১৯৫৮ সালে তিনি অভিনয় জগতে পা রাখেন। এই অভিনেত্রী বলিউড ইন্ডাস্ট্রিতে রেখা নামেই পরিচিত। তবে অভিনেত্রীর আসল নাম ছিল ‘ভানুরেখা গনেশন (Bhanurekha Ganesan)’।

গোবিন্দা (Govinda)

৯০ দশকের এই বলিউড অভিনেতা অভিনয় জগতের এক বিখ্যাত নাম। তার অভিনয় মন কেড়েছে  লক্ষ্ লক্ষ্ দর্শকের। অভিনয় আর নাচের প্রতিভার কারণে আরো বেশি জনপ্রিয় এই অভিনেতা। ‘লাভ ৮৬ (Love 86)’, ‘হাম (Hum)’, ‘শোলা অর শবনম (Shola Aur Shabnam)’, ‘হিরো নং ১ (Hero no. 1)’ এর মত সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন। অভিনেতা ইন্ডাস্ট্রিতে গোবিন্দা নাম পরিচিতি পেলেও আসলে অভিনেতার নাম ছিল ‘গোবিন্দ অরুন আহুজা (Govind Arun Ahuja)’।

সইফ আলি খান (Saif Ali Khan)

সাইফ আলী খান অভিজাত পতৌদি বংশের ছেলে। তার বাবা ছিলেন একজন ক্রিকেটার যিনি ব্রিটিশ আমলের শেষ নবাবের ছেলে ছিলেন। সইফ আলী খানকেও ইন্ডাস্ট্রিতে ছোটো নবাব বলে অভিনীত করা হয়ে থাকে। এই অভিনেতা পরিচালক যশরাজ চোপড়ার ছবি দিয়েই ১৯৯৩ সালে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন। বাস্তবে অভিনেতার নাম ছিল ‘সাজিদ আলী খান পতৌদি (Sajid Ali Khan Pataudi)’।

× close ad