ধারাবাহিক যখন শুরু হয়, তখন ধারাবাহিকে অনেক মানুষের সমাগম দেখা যায়, কিন্তু মাঝপথে সেই সমাগম উধাও হয়ে যায়। তবে নায়ক নায়িকার পরিবর্তন হয়না। অনেক সময় দেখা যায় পার্শ্ব চরিত্রগুলো হারিয়ে যায়, কিংবা চরিত্রের বদল ঘটে। এক অভিনেত্রী ওই চরিত্রে অভিনয় করছেন, কিন্তু কিছুদিন পর দেখা যায় কোনো কারণবশত ধারাবাহিক ছেড়ে দেন। আর তার জায়গায় দেখা যায় অন্য অভিনেত্রীকে অভিনয় করতে। তেমনই এক ধারাবাহিকে এমনটা দেখা গেছে।
স্টার জলসার (Star Jalsha) চর্চিত তম একটি ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। এই ধারাবাহিক দর্শকদের বেশ চর্চার। তবে আবার গুড্ডি ধারাবাহিকের অভিনেতা রয়েছে বিষ্ণুকে দর্শকদের খুবই ভালো লাগে, আর সেই মানুষটার জন্যই দর্শকরা এই ধারাবাহিক দেখেন। নায়ক মারা গেছে বটে, কিন্তু যেনতেন প্রকারে নায়ককে ফিরিয়ে আনা হয়েছে, তেমনই ধারাবাহিকের একটি চরিত্রের অভিনেত্রীর বদল ঘটেছে।
তার জায়গায় সেই অভিনেত্রী ফিরে আসেননি, এসেছেন অন্য এক অভিনেত্রী। এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্শ্ব চরিত্র হল মিঠি। এই চরিত্রে অভিনয় করেছেন ‘জল নূপুর’ ধারাবাহিকের খ্যাত অভিনেত্রী লাভলী মৈত্র (Lovely Maitra)। কিন্তু তিনি হঠাৎই অভিনয় ছেড়ে দিলেন। আর তাই তাঁর জায়গা পূরণ করতে আসছেন ‘ধুলোকনা’ ধারাবাহিকের অভিনেত্রী শম্পা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, জল নূপুর ধারাবাহিকের বিরাট সাফল্যের পর লাভলী মৈত্রকে সেভাবে অভিনয়ে দেখা যায়নি, বরং দেখা গিয়েছিল রাজনীতির ময়দানে। এরপর বেশ কয়েকবছর এসব নিয়েই ব্যস্ত ছিলেন। তারপর আবারও এই গুড্ডি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রের মধ্যে দিয়ে পর্দায় পদার্পণ। কিন্তু এই ধারাবাহিক ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন তা জানা যায়নি।
অন্যদিকে তাঁর জায়গায় অভিনয় করছেন শম্পা বন্দ্যোপাধ্যায়। যিনি এর আগে অভিনয় করেছেন দেশের মাটি , প্রথমা কাদম্বিনী, ধূলোকণা, আলোর ঠিকানা প্রভৃতি ধারাবাহিকে। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সবসময় রিলস ভিডিও করতে দেখা যায়। অভিনেত্রীর আরও একটি পরিচয় আছে, তিনি অভিনেতা সাগ্নিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।