জোর টক্কর প্রতিপক্ষের, বিদায় বেলায় স্লটহারা ‘মিঠাই’! যুগ্ম বেঙ্গল টপার নিয়ে রইল TRP তালিকা

সপ্তাহের বৃহস্পতিবার দিনটি সিরিয়াল প্রেমীদের জন্য বিশেষ দিন। ওই দিন প্রতিটি বাংলা ধারাবাহিকের (Bengali Serial) সারা সপ্তাহের ফলাফল প্রকাশ পেয়ে থাকে। অর্থাৎ টিআরপি তালিকা (TRP

Nandini

18th may bengali serial top 10 trp list

সপ্তাহের বৃহস্পতিবার দিনটি সিরিয়াল প্রেমীদের জন্য বিশেষ দিন। ওই দিন প্রতিটি বাংলা ধারাবাহিকের (Bengali Serial) সারা সপ্তাহের ফলাফল প্রকাশ পেয়ে থাকে। অর্থাৎ টিআরপি তালিকা (TRP List)। তালিকায় যার নম্বর যত ভালো সে বেশি সুরক্ষিত। আর যার নাম্বার যত কম সে ততটাই নিরাপত্তাহীন। কারণ টিআরপি তালিকায় নম্বর কম মানেই তো সেই সিরিয়ালের মেয়াদ বেশিদিন নয়। তা সেই সিরিয়ালের গল্প যতই ভালো হোকনা কেন।

এমন অনেক ধারাবাহিক পর্যাপ্ত টিআরপির কারণে বন্ধ হয়ে গেছে। এখন একটা নতুন সিরিয়ালের সময়সীমা কতটা তা মোটেও আন্দাজ করা সম্ভব নয়। তা বলতে পারে একমাত্র টিআরপি তালিকা। বিগত কয়েক সপ্তাহ ধরে তালিকায় শীর্ষস্থানে রাজ করছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। তবে প্রতিযোগিতায় পিছিয়ে নেই জগদ্ধাত্রীও। অনুরাগের ছোঁয়াকে টেক্কা দিতে জগদ্ধাত্রী প্রস্তুত হয়েই আছে।

18th may bengali serial trp list

আর এই দুই প্রতিপক্ষের দৌড়ে এই সপ্তাহে বিজয়ী দুইজনেই। অর্থাৎ জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়া যুগ্ম ভাবে তালিকায় প্রথম স্থান জয় করে নিয়েছে। জী বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালটি দর্শকের বেশ পছন্দেরই হয়ে উঠেছে প্রথম থেকেই। আর অন্যদিকে অনুরাগের ছোঁয়া ধারবাহিকটির বর্তমান গল্পের কিছু মোড় দর্শকের পছন্দ হওয়ার দরুন এই সিরিয়াল শীর্ষে স্থান পাচ্ছে। আসুন দেখে নেওয়া যাক আজকের টিআরপি তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ

প্রথম – অনুরাগের ছোঁয়া / জগদ্ধাত্রী (৭.৮)
দ্বিতীয় – গৌরী এলো (৭.৫)
তৃতীয় – নিম ফুলের মধু (৭.০)
চতুর্থ – রাঙা বউ (৬.১)
পঞ্চম – বাংলা মিডিয়াম / এক্কা দোক্কা (৫.৯)
পঞ্চমী (৫.৭)
মেয়েবেলা (৫.২)
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.০)
হরগৌরী পাইস হোটেল (৪.৯)
খেলনা বাড়ি (৪.৮)

on 18th may bengali serial trp list

এই সপ্তাহে তালিকায় সকল ধারাবাহিকেরই নম্বর অনেকটা কমে এসেছে। খেলনা বাড়ি ধীরে ধীরে তালিকায় নিচের দিকে তলিয়ে যাচ্ছে। এক্কা দোক্কা আবার তালিকায় জায়গা করে নিতে শুরু করেছে। পোখরাজ রাধিকার তুলনায় দর্শকের হয়ত রাধিকা অনির্বানের জুটিকেই বেশি পছন্দ হচ্ছে। অন্যদিকে পঞ্চমীও কিছুটা উপরের দিকে উঠে এসেছে তালিকায়।

× close ad