জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) ধারাবাহিক শুরুর দিকে যেমন শিরোনামে ছিল, শেষ লগ্নেও কিন্তু সেই শিরোনামেই আছে। শীঘ্রই শেষ হবে মিঠাই। এটা সকলেরই জানা। কিন্তু যে কারণে শিরোনামে রয়েছেন তা হল মিঠাই চরিত্রের অভিনেত্রীর জন্য। মিঠাই তথা সৌমিতৃষা কুন্ডু সকলের কাছেই বেশ জনপ্রিয়। মিঠাই শেষ হয়ে যাবে, সৌমিতৃষাকে আর দেখতে পাওয়া যাবেনা। এই নিয়ে বেশ হতাশ অনুরাগীরা, কিন্তু এর মাঝেই এল একটা খারাপ খবর।
নিজের সোশ্যাল মিডিয়া পেজে তিনি জানিয়েছেন, ১২ দিনের অবসর নিচ্ছেন। এই প্রথমবার সৌমিতৃষা ধারাবাহিক থেকে ব্রেক নিলেন। তবে খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন। তবে মিঠাই নেই বলে যেন ধারাবাহিক থেকে বিমুখ না হন অনুগামীরা, সেই কথাও বলে গেছেন। এই পোস্টের মন্তব্য বক্সে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন , ‘যাক এবার ভালো করে বিশ্রাম নাও।
তাড়াতাড়ি ঘুমোবে রাত ১০ টার মধ্যে ঘুমানোর চেষ্টা করবে। আর আইফোনটা এই কদিন গোপালের চরনে রেখে দাও’। আর একজন লিখেছেন, ‘১২ দিন ছুটি নিচ্ছ, তোমায় এতদিন স্ক্রিনে দেখতে পাবনা খুব কষ্ট হবে। কিন্তু তার থেকেও বেশি জরুরি তোমার সুস্থ হওয়াটা’। কেন ছুটি নিচ্ছেন? এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘ কোমরে খুব ব্যাথা হচ্ছে, বিছানা ছেড়ে উঠতে পারছিনা। এখন টানা দু সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক।’
কিন্তু এই যন্ত্রনা কেন? এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘টানা দাঁড়িয়ে শ্যুটিং করেছি। রবিবারও কাজ করেছি দু বছর ধরে। এই হালে এক মাস হল রবিবার করে ছুটি নিচ্ছি। ছুটি না থাকায় খাবারে বেনিয়ম হত। মা ফল পাঠাত শ্যুটিং এর জন্য খেতে ভুলে যেতাম। এইসবের ফল এখন ভোগ করছি। শরীরে ক্যালসিয়ামের অভাব।
এখন কয়েকদিন ফিজ়িয়োথেরাপি চলবে।’ জুনের দ্বিতীয় সপ্তাহে শেষ শ্যুটিং, আর সেই সময় আবার দেখা যাবে মিঠাইকে। উল্লেখ্য, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানিয়েছেন, ‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শ্যুটিং করার কারণে খুব পিঠে ব্যথা হচ্ছে, তার মধ্যেই কাজ করে যাচ্ছিলাম। এই যন্ত্রণা নিয়েই নতুন সেটে সিঁড়ি ভাঙছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যাব’।