ছোটো পর্দায় অভিনয় করতে করতেই যারা বড় পর্দায় কিংবা ওটিটিতে সুযোগ পান, তাদের কেরিয়ার জীবন অত্যন্ত সফল। এটা আমরা সকলেই জানি। বহু অভিনেতা অভিনেত্রী তাদের কেরিয়ার শুরু করেছিলেন ছোটো পর্দা দিয়ে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ওটিটি বা বড় পর্দায়। আজ তেমনই এক অভিনেত্রীর কথা বলব, যার শুরুটা হয়েছিল বড় পর্দাতে কিন্তু বর্তমানে এখন তিনি ওটিটি প্ল্যাটফর্মে পা দিয়েছেন।
ছোটো পর্দার রানী মা বলে যিনি জনপ্রিয়। অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এর আগে অনেক ধারাবাহিক বা সিনেমায় অভিনয় করলেও জি-বাংলার ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছেন। এই ধারাবাহিকে অভিনয় শেষ করে অভিনয় শুরু করেছিলেন বড় পর্দায়। মুক্তিও পেয়ে গেছে তাঁর অভিনীত ছবি ডাকঘর।
এরপর দিতিপ্রিয়াকে দেখা যেতে চলেছে আপকামিং ওয়েব সিরিজ ‘রাজনীতি’ (Rajneeti) তে। এটি একটি রাজনৈতিক থ্রিলার। এটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে আগামী ২৬ মে। এখানে অভিনয় করছেন বাংলার একাধিক অভিনেতা। রয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী সহ আরও অনেকে। উড়িষ্যার বেলগাদিয়া রাজবাড়িতে সিরিজের শ্যুটিং সম্পন্ন হয়েছে।
এখানে দেখা যাবে এক রাজনৈতিক পরিবারের কথা। এক তরুণীর গাড়ির সঙ্গে আর এক তরুণীর গাড়ির সংঘর্ষ বাঁধবে। ফলে ভয়ানক দূর্ঘটনা ঘটবে। এই দূর্ঘটনার জন্য আসবে টুইস্ট। দুর্ঘটনার পর রাশির জীবনে আসবে অনেক পরিবর্তন। সে স্মৃতি শক্তি ভুলে যাবে। অর্থাৎ একটা নতুন জীবন ফিরে পাবে।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের মেয়ের চরিত্রে দেখা মিলবে দিতিপ্রিয়াকে। তাঁর চরিত্রের নাম রাশি ব্যানার্জি। এই চরিত্রে অভিনয় করে বেশ উৎসাহী তিনি। অভিনেত্রীর মতে, ‘ আমার এটা ভেবে ভালো লাগছে যে, রাসমণির পর আমি শুধু মিষ্টি চরিত্র পাচ্ছিলাম। কিন্তু এই চরিত্রটি একেবারেই অন্যরকম। এই চরিত্রের মধ্যে অনেক গুলি লেয়ার আছে। তাই প্রথম গল্প শুনেই আগ্রহী হয়ে গিয়েছিলাম।’