ঘুমের ঘোরে অভিনয়, রাহুলের জন্য ফ্লপ হবে লালকুঠি, শুরুতেই বিরূপ প্রতিক্রিয়া দর্শকদের

সম্প্রতি জী বাংলার পর্দায় রাত ৯:৩০ এ সম্প্রচারিত হচ্ছে এক নতুন ধারাবাহিক ‘লালকুঠি’। লালকুঠিতে দর্শকের প্রিয় জুটিকেই আবারও পর্দায় ফিরিয়ে এনেছেন দর্শক। দর্শকের অনুরোধেই ‘রাম্পি’

Desk

Rahul Arunodoy Banerjee lalkuthi trolled for wierd acting

সম্প্রতি জী বাংলার পর্দায় রাত ৯:৩০ এ সম্প্রচারিত হচ্ছে এক নতুন ধারাবাহিক ‘লালকুঠি’। লালকুঠিতে দর্শকের প্রিয় জুটিকেই আবারও পর্দায় ফিরিয়ে এনেছেন দর্শক। দর্শকের অনুরোধেই ‘রাম্পি’ জুটি এখন জী বাংলার বিক্রম তথা রাহুল অরুণোদয় ব্যানার্জী (Rahul Arunodoy Banerjee) ও অনামিকা তথা রুকমা রায় (Rooqma Ray) হিসাবে জুটি বেঁধেছেন। জনপ্রিয় এই জুটির পর্দায় নতুনভাবে ফিরে আসার খবর পেয়ে রাম্পি ভক্তরা যতটা উৎসাহী  ছিলেন ধারাবাহিক শুরু হওয়ার এই কয়েকদিনের মধ্যেই দর্শকের মধ্যে সেই আগ্রহ হতাশায় পরিণত হয়েছে।

ধারাবাহিকে কাঙ্খিত জুটিকে ফিরে পেয়ে দর্শক খুশি হলেও পছন্দ হচ্ছে না তাদের কৃত অভিনয়। ধারাবাহিকের বিক্রমের অর্থাৎ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অভিনয় পছন্দ হচ্ছে না দর্শকের। রাহুলের অভিনয় যেন প্রাণবন্ত লাগছে না দর্শকের। তাদের একাংশের মতে অভিনেতা যেন সবসময় ঝিমিয়ে আছেন। অনেকে বলেছেন চরিত্রের অতীতের দুঃখ থাকতেই পারে তাবলে অভিনেতাকে প্রাণবন্ত না দেখালে ভালো লাগে না। পর্দায় অভিনেতা রাহুলকে দেখে দর্শকের মনে হয় যেন সে সবসময় ঘুম থেকে সবেমাত্র উঠে এসেছে।

Lalkuthi Rahul Arunodoy Banerjee rooqma ray

‘লালকুঠি’ ধারাবাহিকটি নিজের অতীতের এক গভীর রহস্য নিয়ে শুরু হয়েছে। রহস্যঘেরা এক বাড়িকে নিয়ে পরিবারকে নিয়ে এই গল্পের শুরু। যার অতীতে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ঘটনা। যার ঝাপসা ইঙ্গিত ধারাবাহিকে প্রথম থেকেই দেওয়া হচ্ছে। সবেমাত্র একটি সপ্তাহ হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। কিন্তু এরই মধ্যে দর্শকের একাংশের দাবি রাহুলের অভিনয়ের কারণেই ধারাবাহিকটি বেশিদিন চলবে না। অনেকেই আবার বলেছেন রাহুলকে অভিনেতার জায়গা থেকে সরিয়ে দেওয়া হোক।

প্রসঙ্গত, রাহুল একজন শ্রেষ্ঠ অভিনেতা। সে ইতিমধ্যে অনেকগুলি ধারাবাহিকের নিজের অভিনয়ের জাদুতে মন জয় করেছেন দর্শকের। এখনও পর্যন্ত তার শেষ অভিনীত ধারাবাহিক ষ্টার জলসা খ্যাত ‘দেশের মাটি’ ধারাবাহিকে নিজের অভিনয়ের জন্য প্রচুর প্রশংসিত হয়েছেন তিনি দর্শকের তরফে। তার অভিনীত সিনেমাগুলিও ভোলার মতো নয়।

Lalkuthi Rahul Arunodoy Banerjee critissed by viewers

তার অভিনয় আপাতত দর্শকের ভালো না লাগলেও তার অভিনয়ের গুনে হয়তো খুব শীঘ্রই ‘লালকুটির বিক্রম-অনামিকা জুটিও পর্দায় হয়ে উঠবে সকলের প্রিয় জুটি। ভক্তরা সেই আশাতেই রয়েছেন। সকলের অভিযোগ বদলে দিয়ে প্রিয় অভিনেতা আবারো দর্শকের মনে নতুন করে নতুন পরিচয়ে নিজের জায়গা করে নিতে অবশ্যই সক্ষম হবেন।

× close ad