রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার আরেক জনপ্রিয় ধারাবাহিক, মন খারাপ ভক্তদের

এখন একদিকে যেমন দেখা যাচ্ছে নতুনের শুরু, অন্যদিকে আবার তেমনই দেখা যাচ্ছে পুরাতনের অবসান। এই নতুন পুরাতনের দ্বন্দ্ব এটা চিরস্থায়ী। আজন্ম কাল ধরে চলে আসছে।

Saranna

star jalsha godhuli alap serial ending soon

এখন একদিকে যেমন দেখা যাচ্ছে নতুনের শুরু, অন্যদিকে আবার তেমনই দেখা যাচ্ছে পুরাতনের অবসান। এই নতুন পুরাতনের দ্বন্দ্ব এটা চিরস্থায়ী। আজন্ম কাল ধরে চলে আসছে। মানুষের জীবনের নিত্যসঙ্গী হয়ে চলেছে। এই চিরন্তন সত্যকে উপেক্ষা করার ক্ষমতা কারোর নেই। নেই ধারাবাহিক নির্মাতাদের, নেই অনুরাগীদের , নেই কলাকুশলীদের। নতুনকে জায়গা দিতে পুরানোকে সরতেই হয় এটাই নিয়ম। 

স্টার জলসার (Star Jalsha) অন্য ধারার একটি ধারাবাহিক হল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)। এই ধারাবাহিক দর্শকদের খুবই পছন্দের। টিআরপি তালিকায় নাম না রাখতে পারলেও, দর্শকমহলে বেশ জায়গা করে নিয়েছে। এর একটাই কারণ হল ধারাবাহিকের কাহিনীর স্বতন্ত্রতার জন্যই এটা সবার মানে জায়গা করে নিয়েছে। কিন্তু ওই যে বললাম নতুনকে জায়গা দিতে পুরাতনের অবসান ঘটবে । আর তাই শেষ হচ্ছে গোধূলি আলাপ ধারাবাহিক।

netizen amazed on godhuli alap serial arindam's character attitude

এই ধারাবাহিকের বয়স প্রায় এক বছর তিন মাস। আর এই সময়েই বন্ধ হচ্ছে এই ধারাবাহিক। টিআরপি না থাকার সত্ত্বেও তবুও গোধূলি আলাপ অনেক দিনই টিভির পর্দায় সম্প্রচার হয়েছে। অনান্য ধারাবাহিক গুলোতে দু মাস, তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। সোমবার চ্যানেলের তরফ থেকে প্রযোজনা সংস্থায় নোটিশ পাঠানো হয়েছে। গোধূলি আলাপের শেষ সম্প্রচার হবে ৫ ই জুন। 

ধারাবাহিক বন্ধ প্রসঙ্গে, মুখ্য অভিনেতা কৌশিক সেন বলেন, ‘অরিন্দম-নোলকের অসমবয়সী প্রেম টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিতে পারেনি। কিন্তু হটস্টারে এই ধারাবাহিক বেশ জায়গা করে নিয়েছিল। শ্যুটিংয়ের দিন গুলো আমার বেশ ভালোই কেটেছে এর জন্য প্রযোজকের কাছে কৃতজ্ঞ’। গোধূলি আলাপের জায়গায় আসছে নতুন ধারাবাহিক ‘তুঁতে’। আর গোধূলি আলাপের জায়গায় আসতে পারে এই ধারাবাহিক। অন্যদিকে আবার শোনা যাচ্ছে এই স্লটে দেখা যেতে পারে ‘রামপ্রসাদ’। 

godhuli alap nolok arindam celebrate valentin day

গোধূলি আলাপ যে দর্শকমহলে কতটা জায়গা করে নিয়েছে, তা সোশ্যাল মিডিয়া লক্ষ্য করলেই দেখা মিলবে। যখনই দেখা গেছে বন্ধের খবর। তখনই তারা আবেগপ্রবণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বাংলার গর্ব গোধূলি আলাপ। নিসন্ধেহে একটা মাস্টারপিস গোধূলি আলাপ। আজকাল কার দিন এ যখন 5 মাস এই সিরিয়াল শেষ হচ্ছে সেখানে গোধূলি এক বছর দুমাস গর্বের সাথে অতিক্রম করেছে। আর জনপ্রিয়তা শীর্ষে। বর্তমানে কিছু সপ্তাহ স্লট পেলনা বলে শেষ করে দিলো! আরেকটু হলেই স্লট পেয়ে যেত। যাই হোক লাখ লাখ ফ্যান পেয়েছে গোধূলি এটাই অনেক।’

× close ad