জ্যাস নাকি দীপা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় হল কার? রইল সম্পূর্ণ TRP তালিকা

আজ বৃহস্পতিবার। প্রতি সপ্তাহের এই দিনটি বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ করা হয়। যা একপ্রকার নির্ধারণ করে ধারাবাহিকের সময়সীমা। আর কোন

Nandini

25th may bengali serial top 10 trp list

আজ বৃহস্পতিবার। প্রতি সপ্তাহের এই দিনটি বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকা (TRP List) প্রকাশ করা হয়। যা একপ্রকার নির্ধারণ করে ধারাবাহিকের সময়সীমা। আর কোন ধারাবাহিক দর্শকের মনে কতটা জায়গা তৈরী করে নিতে পেরেছে সেটা বোঝা যায়। যারা নিয়মিত সিরিয়াল দেখেন, সিরিয়ালপ্রেমীরা এই টিআরপি তালিকার জন্য অপেক্ষা করে থাকেন। স্বাভাবিক ভাবেই নিজেদের পছন্দের সিরিয়াল তালিকায় কোন স্থানে পৌঁছল বা কত নম্বর পেলো তা দেখার আশায়।

বর্তমানে টিআরপি তালিকায় একচ্ছত্র ভাবে রাজ করছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। তালিকায় প্রথম স্থান হারাতে নারাজ এই ধারাবাহিক। প্রতি সপ্তাহেই তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে প্রথম স্থানে অনুরাগের ছোঁয়া আর দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী। এর কোনো অন্যথা খুব একটা চোখে পড়ছেনা। এই দুই চ্যানেলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে উক্ত সিরিয়াল দুটি।

bengali serial top 10 trp list on 25th may

গত সপ্তাহে জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়া যুগ্ম ভাবে প্রথম স্থানে ছিল। আর এই সপ্তাহে আবারও অনুরাগের ছোঁয়া টেক্কা দিয়েছে জগদ্ধাত্রীকে। প্রথম স্থান একক ভাবে জয় করে নিয়েছে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক। আর এবারে আবার দ্বিতীয় স্থানে পৌঁছেছে জি বাংলার জগদ্ধাত্রী। তবে বাকিরা কে কোথায় জায়গা করে নিল আসুন দেখে নেওয়া যাক।

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকাঃ

প্রথম – অনুরাগের ছোঁয়া (৭.৫)
দ্বিতীয় – জগদ্ধাত্রী (৭.০)
তৃতীয় – গৌরী এলো (৬.৮)
চতুর্থ – নিম ফুলের মধু (৬.৪)
পঞ্চম – রাঙা বউ / বাংলা মিডিয়াম (৫.৫)
পঞ্চমী (৫.৪)
এক্কা দোক্কা (৫.৩)
মেয়েবেলা / হরগৌরী পাইস হোটেল (৪.৭)
খেলনা বাড়ি (৪.৪)
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৩)

25th may bengali top 10 serial in trp list

এই সপ্তাহে তালিকায় সকল ধারাবাহিকেরই নম্বর অনেকটা কমে এসেছে। খেলনা বাড়ি ধীরে ধীরে তালিকায় নিচের দিকে তলিয়ে যাচ্ছিল আবার একটু উঠে এসেছে। এক্কা দোক্কা আবার তালিকায় জায়গা করে নিতে শুরু করেছে। পোখরাজ রাধিকার তুলনায় দর্শকের হয়ত রাধিকা অনির্বানের জুটিকেই বেশি পছন্দ হচ্ছে। অন্যদিকে পঞ্চমীও কিছুটা উপরের দিকে উঠে এসেছে তালিকায়। তবে গত সপ্তাহে পঞ্চমী ছিল পঞ্চম স্থানে আর এই সপ্তাহে পঞ্চমী নেমে এসেছে ষষ্ঠ স্থানে।

× close ad