‘সুন্দর দেখতে শিশুশিল্পী প্রয়োজন’, এমন বিজ্ঞাপনের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী পায়েল দে

টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেত্রী হলেন পায়েল দে (Payel De)। ১৪ বছর ধরে রয়েছেন অভিনয় জগতে। অভিনয় জগতের নবীনতম আর প্রবীনতম সদস্যের মাঝামাঝি তাঁর স্থান।

Saranna

actress payel de protest againest child actor audition poster's

টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেত্রী হলেন পায়েল দে (Payel De)। ১৪ বছর ধরে রয়েছেন অভিনয় জগতে। অভিনয় জগতের নবীনতম আর প্রবীনতম সদস্যের মাঝামাঝি তাঁর স্থান। আর তাই তিনি ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু লক্ষ করেছেন। সম্প্রতি তিনি ইন্ডাস্ট্রির এমন একটা জিনিস লক্ষ করেছেন, যা দেখে রেগে লাল অভিনেত্রী।

আসলে আমরা সকলেই জানি যাঁরা অভিনেত্রী হন তাঁরা হন সুন্দরী। সুন্দরী হলেই তবেই আসতে পারবে অভিনয় জগতে। দেখতে হতে হবে সুপুরুষ, গায়ের রং হতে হবে ফর্সা। এই সব শর্ত মানলে তবেই হওয়া যাবে অভিনেতা অভিনেত্রী। তবে এই যে শর্তাবলী এটা শুধু মাত্র যে প্রাপ্তবয়স্ক অভিনেতা অভিনেত্রীদের জন্য, তা কিন্তু নয়। এই শর্তাবলী ছোটো শিশু শিল্পীদের জন্যই। আর এতেই রেগে লাল হলেন অভিনেত্রী।

payel de in new serial

তিনি ফেসবুকে একটি পোস্ট দেখেন, যেখানে শিশুশিল্পী বাছাইয়ের জন্য পোস্ট করা হয়। আর তাতেই রেগে গেলেন। আসলে সব মানুষ যে যার মত সুন্দর, আসল হচ্ছে অভিনয় গুণটাই। কিন্তু সব শিশুই তো সুন্দর। আর তাই তাদের জন্য এমন কিছু লেখা উচিত নয় বলেই মনে করেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, ‘ অনেক দিন ধরেই ভাবছিলাম একটা বিষয় নিয়ে লিখব। কিন্তু লেখা আর হচ্ছেনা। এদিন ফেসবুকে চোখে পড়ল একটি বাচ্ছার পোস্ট। আর তা দেখেই মনে হল এবারে লিখতেই হবে। অনেক কাস্টিং ডিরেক্টর সমাজমাধ্যমে অভিনেতাদের বাছাই করার জন্য লেখেন অনেক সুন্দর অভিনেতা চায়। কিন্তু সবাই তো নিজেদের মত করে সুন্দর। আর এই চাহিদাটা শিশুদের জন্য লেখা উচিত নয়।

payel de protest againest child actor audition posters

নির্দিষ্ট কোনো চরিত্রের জন্য নির্দিষ্ট গড়নের চাহিদা থাকতে পারে, কিন্তু সৌন্দর্য কথাটা বলা ঠিক নয়। এমনটা মুম্বইয়ে দেখা যায়না’। অভিনেত্রীকে বর্তমানে দেখা যাচ্ছে, ‘রামপ্রসাদ’ সিরিয়ালে মা কালীর চরিত্রে। তাঁর একটি ছেলে রয়েছে বয়স চার বছর। সেও সুযোগ পেয়েছে লাইট ক্যামেরা অ্যকশনের। কিন্তু এখনই এর মাঝে তাঁর ছোটোবেলাটা নষ্ট করে দিতে চাননা। আপাতত ছেলে মন খুলে উপভোগ করুক শৈশবটা। এখনও তার এসব বোঝার বয়স হয়নি।

× close ad