এখন বাঙালি নারীর ক্রাশ মেয়েবেলার ডোডো দা অর্থাৎ অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। এর আগে ছিল মিঠাই এর আদৃত। সময়ের সাথে সাথে এই ক্রাশের পরিবর্তন হয়। যত নতুন ধারাবাহিক আসবে ততই ক্রাশের সংখ্যা বাড়বে। নতুন ধারাবাহিক মানেই নতুন নায়ক। আর তাই পরিবর্তন হয় ক্রাশের। কিন্তু এই ডোডোকে তুড়ি মেরে উড়িয়ে দিতে আসছে এক নতুন মানুষ। স্টার জলসার পর্দায় আসছে এই নতুন মানুষ।
টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী অন্বেষা হাজরা ৷ এর আগে কাজ করেছেন ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’-এ ৷ ধারাবাহিক শেষ হওয়ার কয়েক মাস পর তাঁকে আর দেখা যায়নি। এবার তিনি স্টার জলসার পর্দায় ফিরতে চলেছেন। দেখা যাবে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ তে। আর তাঁর বিপরীতে দেখা যাবে নতুন হিরো সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়কে (Saurojit Banerjee)।
শুরুর দিকে শোনা গিয়েছিল ধারাবাহিকের নায়ক হতে পারেন, ‘নবাব নন্দিনী’র নায়ক রিজওয়ান রব্বানি শেখ। কিন্তু তা হয়নি, দেখা গেল নতুন মুখ। সৌরজিৎ মেদনীপুরের ছেলে। লিলুয়ার ডন বক্স স্কুল থেকে পড়াশোনা করেছেন। এর আগে অনেক মিউজিক ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে। রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ টিমে দেখা গেছে। এবার দেখা যাক বর্তমান ক্রাশদের সে হারাতে পারে কিনা।
উল্লেখ্য, শনিবার অফিসিয়াল পেজ থেকে মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের প্রোমো ভিডিও। ধারাবাহিকটি কবে পর্দায় আসবে তা এখনও জানা যায়নি। ধারাবাহিকে দেখা যাবে দুই বোনের গল্প। একজনের নাম সন্ধ্যা আর একজনের নাম তারা। সন্ধ্যার চরিত্রে অভিনয় করছেন অন্বেষা আর তারার চরিত্রে অভিনয় করছেন অমৃতা।
প্রোমোতে দেখা যাচ্ছে, সন্ধ্যার মা বাজারে চাল বিক্রি করে। আর তাঁর বোন কলকাতার কলেজে পড়াশোনা করে। নায়ক সৌরজিতের সঙ্গে আগেই পরিচয় ছিল তারা। আর এই সৌরজিতকে মনে মনে ভালোবেসে ফেলেছে সন্ধ্যা। একে অপরের ভালোবাসা খুঁজতে মেলায় আসে। কিন্তু দুজনের ভালোবাসাই এক। এবার কি হবে সেটাই দেখার।