বর্তমানে সব ধারাবাহিক নির্ভর করে টিআরপির উপর। যে ধারাবাহিকের টিআরপি বেশ ভালো সেই ধারাবাহিকই টিকে থাকতে পারবে টেলিভিশন দুনিয়ায়। টিআরপি তালিকায় টিকে থাকার জন্য অনেক কসরৎ করেন ধারাবাহিক নির্মাতা থেকে কলাকুশলীরা। কিন্তু এই কসরৎের ফল কখনো ভালো হয়, আবার কখনো খারাপ হয়। আর যখনই খারাপ হয়, তখনই নিজের জায়গা থেকে সরে যেতে হয় ধারাবাহিককে।
অনেক ধারাবাহিকে দেখা গিয়েছে চমক এনেও কোনো লাভ হয়নি। টিআরপি তালিকায় দেখা যায়নি। আগে যা ছিল এখনও তাই আছে। আর তাই বাধ্য হয়ে স্লট বদল করতে হয়, স্লট বদল না করেও যখন কিছু হয়না, তখন একেবারেই শেষ হয়ে যায় ধারাবাহিক। আর সম্প্রতি স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকে এমনই ইঙ্গিত দেখা যাচ্ছে। স্টার জলসায় দেখা গেছে অনেক নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও।
যার মধ্যে একটি হল ‘সন্ধ্যা তারা’। ধারাবাহিকে দেখা মিলবে দুই বোনের গল্প। যারা নিজেদের মনের মানুষ খুঁজবে। কিন্তু শেষপর্যন্ত দেখা যাবে দুজনের মনের মানুষ একজনই। এরপর কার সাথে মিল হবে সেটা নিয়েই কাহিনী। ধারাবাহিকে সন্ধ্যার চরিত্রে দেখা মিলবে ‘এই পথ যদি না শেষ হয়’-এর নায়িকা উর্মি অভিনেত্রী অন্বেষা হাজরাকে। আর তারার চরিত্রে দেখা মিলবে ‘মনফাগুন’ সিরিয়ালের অনুষ্কা তথা অভিনেত্রী অমৃতা দেবনাথকে।
নায়কের চরিত্রে দেখা মিলবে সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়কে। প্রোমো ভিডিওর পাশাপাশি প্রকাশ পেয়েছে কবে, কোন সময়ে সম্প্রচার হবে। এটা দেখেই দর্শকদের মাথায় হাত। কারণ দেখা গেছে ১২ জুন থেকে সোম থেকে রবি সন্ধ্যা ৭:৩০ এর স্লটে দেখা মিলবে। কিন্তু কথাটা হচ্ছে এই যে, বর্তমানে ৭:৩০ এর স্লটে দেখা যাচ্ছে মেয়েবেলা ধারাবাহিক। তাহলে এই স্লটে কি করে আসতে পারে? এবার কি হয় সেটাই দেখার।
মেয়েবেলা ধারাবাহিক শেষ হবে নাকি অন্য স্লটে জায়গা করে নেবে সেটাই দেখার বিষয়। তবে শোনা যাচ্ছে ১২ জুন থেকে নাকি ৫ টার স্লটে দেখা মিলবে। আবার কেউ বলছে রাত ১০:৩০ টার স্লটে। এক নেটিজেন ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘দীর্ঘ ১৫ বছরের জলসার সবথেকে গৌরবময় স্লট সন্ধ্যে ০৭:৩০ টায় এই প্রথম কোনো ধারাবাহিক এক বছরের আগে বেঙ্গল টপার & ব্লকবাস্টার না হয়ে বিদায় নিলো!’