টেলিভিশনে যে কয়েকটা ধারাবাহিক চ্যানেল আছে সবকটাতেই একটা ধারাবাহিক আসছে আর একটা ধারাবাহিক যাচ্ছে। ধারাবাহিক চ্যানেল গুলোতে আসা যাওয়ার খেলা প্রায় লেগেই রয়েছে। জি বাংলায় মিঠাই ধারাবাহিক শেষ হচ্ছে, অনুরাগীরা খুবই বিষণ্ণ হয়ে রয়েছেন। এতদিনের পছন্দের একটি ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে তার কারণে। ধারাবাহিকের টিআরপি আগের মত ছিলনা, আর তাই শেষের সিদ্ধান্ত নেওয়া হয়।
৩১ শে মে শেষ হল মিঠাই (Mithai) এর শ্যুটিং। মিঠাই এর জায়গায় আসছে নতুন ধারাবাহিক ‘ফুলকি’। এসবের মাঝেই একটা খবর শোনা যাচ্ছে, জি বাংলার (Zee Bangla) আরও একটি ধারাবাহিক শেষের পথে। এই ঘটনায় আরও বিমর্ষ হয়ে পড়েছেন দর্শকরা। আবার কার কপালে পুড়তে চলেছে। অনেকদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল জি বাংলার ‘সোহাগ জল’ (Sohag Jol) শেষ হয়ে যাবে।
আর এই গুঞ্জন আবারও শোনা গেল। যখন ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখতে পাওয়া গিয়েছিল, তখন দর্শকমনে বেশ জায়গা করে নিয়েছিল। কিন্তু ধারাবাহিক চলাকালীন বাজিমাত করতে পারেনি। প্রায়সই সমালোচনার জন্য শিরোনামে থাকতে দেখা যায়। একবার শুধু প্রতিপক্ষ চ্যানেলের ‘এক্কাদোক্কা’কে স্লটহারা করেছিল। কিন্তু এখন টিআরপি সেই তলানিতেই।
সোহাগজল ধারাবাহিক বর্তমানে সম্প্রচার হচ্ছে রাত ৯:৩০ এর স্লটে। অন্যদিকে প্রতিপক্ষ চ্যানেলে এই সময় বেশ শক্তিশালী ধারাবাহিক গুলো সম্প্রচার হয়। তাই কিছুতেই পেরে উঠছেনা এই ধারাবাহিক। শুধু এই ধারাবাহিক নয়, জি বাংলার ৯ টা থেকে দশটার প্রাইম স্লটে থাকা সব ধারাবাহিকই পেরে উঠছেনা। ৯:৩০ তে সম্প্রচার হয় ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকও তেমন টিআরপিতে জায়গা করে নিতে পারেনি। আবার মুকুট ধারাবাহিকেরও স্লট বদল করে ১০ টায় করা হয়েছে।
কিন্তু তাও কিছু হয়নি। অন্যদিকে আবার স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা। এছাড়াও শোনা যাচ্ছে মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং সৌমিলি বিশ্বাস সহ আরও অনেক কলাকুশলীদের নিয়ে আসছে নতুন ধারাবাহিক। তাই এই দুই ধারাবাহিকের ভবিষ্যত কি হবে সেটাই দেখার।