অনুরাগীরা আতঙ্কে ভুগছেন। কারণ ধারাবাহিক চ্যানেল গুলোতে যা দেখা যাচ্ছে তা দেখেই তারা আতঙ্ককতে এবং বিষণ্ণতায় ভুগছেন। জি থেকে স্টার সব ধারাবাহিক চ্যানেলেই দেখা যাচ্ছে নতুন ধারাবাহিক আসছে আর পুরানো ধারাবাহিক চলে যাচ্ছে। এটা মেনে নিতে পারছেন না তারা। সম্প্রতি এমনই এক জনপ্রিয় ধারাবাহিকের শেষ হওয়ার আশঙ্কায় বিমর্ষিত হচ্ছেন অনুরাগীরা।
সেই জনপ্রিয় ধারাবাহিকের নাম হল মেয়েবেলা। স্টার জলসায় সন্ধ্যা ৭:৩০ এর স্লটে দেখা যায়। ধারাবাহিকের এক আলাদা রকম কাহিনী রয়েছে। আলাদা বক্তব্য আছে। আর তাতেই মানুষের মন জয় করেছে। মৌ-ডোডোর জুটিও দর্শকমহলে জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder) ও অর্পণ ঘোষাল। ডোডো দা তো এখন সকল মেয়েদের ক্রাশ। কিন্তু তা সত্ত্বেও এই ধারাবাহিক নাকি শেষ হচ্ছে।
সম্প্রতি স্টার জলসায় এসেছে নতুন ধারাবাহিক সন্ধ্যাতারার প্রোমো ভিডিও। শুধু প্রোমো ভিডিও নয়, পাশাপাশি সামনে এসেছে ধারাবাহিকের সম্প্রচারের সময় এবং তারিখ। জানা যাচ্ছে আগামী ১২ জুন থেকে সোম থেকে রবি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দেখা যাবে এই ধারাবাহিক। আর এতেই প্রশ্ন উঠছে তাহলে মেয়েবেলার কি হবে? মাত্র কয়েক মাসেই শেষ হয়ে যাবে মেয়েবেলা?
ধারাবাহিকে দেখা গেছে বীথির চরিত্রের পজিটিভ সত্তা। যে মৌকে বীথি সহ্য করতে পারতনা, সেই মৌকেই ভালোবেসে ফেলেছে। আর এতেই আরও আশঙ্কা বাড়ছে। কারণ সাধারণত ধারাবাহিকের শেষ হওয়ার সময় দেখা যায় খারাপ মানুষ ভালো হচ্ছে, আর তাই আশঙ্কা প্রকাশ করছেন। কিন্তু সত্যিই কি শেষ হচ্ছে? কি বললেন ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder) ? জেনে নেওয়া যাক।
তিনি জানিয়েছেন, ‘ যারা যারা ভয় পেয়েছিলেন ভয়টা কাটিয়ে ফেলো, কারণ মেয়েবেলা শেষ হয়ে যাচ্ছে না’। শেষ হচ্ছেনা, তবে স্লট বদল ঘটবে। দেখা যাক কোন স্লটে তাঁর জায়গা হয়। স্লট বদল হওয়া নিয়েও নিশ্চিত নন অনেকেই, কারণ স্লট বদলের কিছুদিন পর ধারাবাহিকের অবসান ঘটতে দেখা যায়।