কিভাবে হলেন স্বস্তিকা থেকে ‘দীপা’? রইল ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রীর প্রথম অডিশনের ভিডিও

টলি ইন্ডাস্ট্রিতে রাজ করছে একটা ধারাবাহিক সেটা হল স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিক নিয়ে সকলের উচ্ছাসের শেষ নেই। সকলেই মন

Saranna

swastika ghosh's audition video goes viral on social media

টলি ইন্ডাস্ট্রিতে রাজ করছে একটা ধারাবাহিক সেটা হল স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিক নিয়ে সকলের উচ্ছাসের শেষ নেই। সকলেই মন দিয়ে এই অভিনয় দেখেন। অভিনেতা অভিনেত্রীদের অভিনয় গুণের জন্যই দর্শকদের মনের গভীরে ঢুকে যায় ধারাবাহিক গুলো। তাই তো তারা নির্দিষ্ট সময়ে টিভির পর্দায় বসে পড়েন। এই ধারাবাহিকের দীপা চরিত্রটি বেশ প্রশংসনীয়, তাঁর অভিনয় দক্ষতার গুণেই প্রশংসা পেয়েছে।

তবে এটা অভিনেত্রীর প্রথম ধারাবাহিক নয়, এর আগেও অভিনয় করেছেন বেশ কিছু ধারাবাহিকে। তবে সেগুলো ছিল পার্শ্ব চরিত্র। এটাই প্রথম তাঁর নায়িকা চরিত্রে অভিনয়। অভিনয়ে আসার জন্য সব অভিনেতা অভিনেত্রীকেই কিছু না কিছু স্ট্রাগল করতে হয়। অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) কেও করতে হয়েছে অনেক সংগ্রাম। আর সেই সংগ্রামের জন্যই আজ এখানে।

swastika ghosh

সম্প্রতি স্বস্তিকার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে স্বস্তিকার অডিশনের ভিডিও। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আসার আগে তিনি যে অডিশন দিয়েছিলেন এটা সেই ভিডিও ক্লিপ। ১ মিনিট ১৯ সেকেন্ডের এই ভিডিওতে একটা ইমোশনাল ডায়ালগ লক্ষ্য করা যাচ্ছে। এই ইমোশনাল ভিডিও দেখে অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। এক অনুরাগী তাই লিখেছেন, ‘এখানে যা অভিনয় করল, তার থেকে বেশি ভালো অভিনয় করেছে অনুরাগের ছোঁয়ায়’।

উল্লেখ্য, অনুরাগের ছোঁয়ায় অভিনয় করে বেশ পরিচিত হয়ে উঠেছেন অভিনেত্রী। এই জনপ্রিয়তাটা বেশ ভালো লাগে। ধারাবাহিকে দীপার স্ক্রিন টোন অনেকটাই ডাউন, বাস্তবে কিন্তু অভিনেত্রী তেমন নন। আর তাই অনেকেরই প্রথম প্রথম চিনতে অসুবিধা হত। কিন্তু এখন সকলেই চিনতে পারে, বেশ ভালোই লাগে অভিনেত্রীর।

অভিনেত্রী অভিনয় জীবনে এতটাই ব্যস্ত তাঁর হাতে কোনো সময় থাকেনা। সবসময় ব্যস্ত শিডিউল। সময় দিতে পারেন না, বলেই তাঁর কত বন্ধু বিচ্ছেদ হয়েছে। তাঁর সকলের সাথে মেশার ইচ্ছা প্রবল। তিনি একা থাকতেই পারেন না। চেষ্টা করেন তাড়াতাড়ি বাড়ি ফেরার, যাতে রাতের ডিনারটা। সকলের সাথে একসাথে করতে পারেন।

× close ad