মিঠাই শেষ হতেই নতুন জীবনে পা, অভিনেতা নিজেই ভাগ করে নিলেন ‘আইবুড়ো’ ভাতের ছবি

একদিকে শেষ হওয়ার দুঃখ, অন্যদিকে আবার নতুন জীবন শুরু হওয়ার আনন্দ। দুঃখের পিছনেই তো সুখ দাঁড়িয়ে থাকে। আর তেমনটাই ঘটেছে আমাদের রাতুল বাবা জীবনের জীবনে।

Saranna

uday pratap singh and anamika chakraborty going to marry

একদিকে শেষ হওয়ার দুঃখ, অন্যদিকে আবার নতুন জীবন শুরু হওয়ার আনন্দ। দুঃখের পিছনেই তো সুখ দাঁড়িয়ে থাকে। আর তেমনটাই ঘটেছে আমাদের রাতুল বাবা জীবনের জীবনে। এই চরিত্রটি সকলের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে মিঠাই এর রাতুলকে সকলেই চেনেন, উদয়প্রতাপ নামের থেকে সকলেই রাতুল বলে সম্বোধন করেন। সবেমাত্র শেষ হয়েছে মিঠাই।

‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকের সকল কলাকুশলীদের জীবনেই ভাল কিছু ঘটে, বলেছিলেন ধারাবাহিকের লেখিকা রাখী ম্যাম। রাখী ম্যামের কথায় সত্যি হল। সবার জীবনেই ভালো কিছু ঘটছে। ইতমধ্যেই মিঠাই ধারাবাহিকের তিন সদস্যের জীবনে ভালো কিছু ঘটেছে, এবার চতুর্থ নম্বর সদস্য উদয় প্রতাপ সিংয়ের (Uday Pratap Singh) জীবনেও ভালো কিছু ঘটছে। ‘এখানে আকাশ নীল’-এর হিয়া ওরফে অনামিকা চক্রবর্তীর (Anamika Chakraborty) সঙ্গে দীর্ঘ আড়াই বছরের প্রেম।

uday pratap singh and anamika chakraborty going to marry soon

এবার বিয়ের পালা, তাই বিয়ের পিঁড়িতে বসছেন উদয়। সেই শুভক্ষণ আসতে বেশি দেরি নেই। ইতিমধ্যেই এই হবু দম্পতি আইবুড়ো ভাত খাওয়া শুরু করে দিয়েছেন। উদয় আর অনামিকা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। আইবুড়ো ভাতের মেনুতে কি না নেই, পাঁচ রকমের ভাজা থেকে মাছ, মাংস, মিষ্টি, ফল রয়েছে সব কিছুই।

অনামিকা পড়েছেন বেজরঙা চুড়িদার, আর উদয় পড়েছেন সবুজ শার্ট ও কালো ডেনিম। আগামী ২৮ শে জুন বিয়ে করছেন এই জুটি। তবে জাঁকজমকপূর্ণ ভাবে নয়, আইনত বিয়ে সারছেন দুজনে। সেখানে উপস্থিত থাকবেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন । আলাদা করে কোনো প্রস্তুতি করার কিছু নেই। সবার মত জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ে হবেনা বলেই শোনা যাচ্ছে।

uday pratap singh and anamika chakraborty shear their aiburobhat images

কিন্তু ভবিষ্যতে কি হয় সেটাই দেখার। উল্লেখ্য, উদয়প্রতাপের জীবনে অনামিকা প্রথম নারী নয়। তাঁর প্রেমিকা ছিলেন সৃজিতা মুখোপাধ্যায়। আংটি বদলও হয়ে গিয়েছিল, কিন্তু সেই বিয়ে সম্পন্ন হয়নি। হঠাৎই প্রেম ভেঙে যায় দুজনের, আলাপ হয় অনামিকার সাথে আর এই অনামিকায় হয়ে ওঠে তাঁর জীবনসঙ্গিনী।

× close ad