‘খড়ি’র জনপ্রিয়তা হারিয়ে দিল ‘মিঠাই’কে, সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন শোলাঙ্কি রায়!

একটা সময় ছিল জি আর স্টার দুটো চ্যানেলের দুটো ধারাবাহিক জোর টক্কর চলত। সেই দুই ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai) আর গাঁটছড়া। মিঠাই ফ্যান আর গাঁটছড়া

Saranna

solanki recived best actor in television female award in telly cine award

একটা সময় ছিল জি আর স্টার দুটো চ্যানেলের দুটো ধারাবাহিক জোর টক্কর চলত। সেই দুই ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai) আর গাঁটছড়া। মিঠাই ফ্যান আর গাঁটছড়া ফ্যান দুজনদের মধ্যেই চলত তর্ক বিতর্ক। এপিসোড কপি করারও অভিযোগ এসেছে। টিআরপি তালিকাতেও দেখা গেছে টক্কর, একটা ধারাবাহিক ৫২ বার আর একটা ধারাবাহিক ৫৬ বার। বেশ কাছাকাছি এসেই দুজনে একে অন্যের থেকে আলাদা হয়ে যায়।

এই সব টক্কর চলার পাশাপাশি এবার কে সেরার সেরা অভিনেত্রী সেই নিয়ে শুরু হল টক্কর। মিঠাই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। এই অভিনেত্রী, সকলের কাছেই বেশ জনপ্রিয়। তাঁর অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। ধারাবাহিক সবেমাত্র শেষ হয়েছে, আর তাই খুবই মিস করছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষাকে মিস করার বহু পোস্ট দেখা যাচ্ছে। অন্যদিকে কোনো অংশে কিন্তু কম যাননা গাঁটছড়ার ‘খড়ি’ (Khori) শোলাঙ্কি রায় (Solanki Roy)। 

mithai actress soumitrisha revele mithi

গাঁটছড়ার মুখ্য অভিনেত্রী। এই অভিনেত্রী সকলের কাছেই বেশ জনপ্রিয়। সৌমিতৃষার  আগেই পর্দা থেকে উধাও তিনি। গাঁটছড়া ধারাবাহিক শেষ হয়নি, কিন্তু মুখ্য অভিনেত্রী শোলাঙ্কিকে এখন দেখা যাচ্ছেনা। দেখা যাচ্ছেনা তো কি হয়েছে গাঁটছড়া মানেই শোলাঙ্কি একথা সকলেই জানেন। আর তাই তো বর্তমানে গাঁটছড়ায় উপস্থিত না থাকার সত্ত্বেও তিনি সেরার সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন। 

সম্প্রতি প্রেস্টিজিয়াস টেলি সিন এওয়ার্ডস (Prestigious Telly Cine Awards) একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাতে সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন গাঁটছড়া খ্যাত অভিনেত্রী শোলাঙ্কি রায়। আর সেরার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মিঠাই সিরিয়ালের সিদ্ধার্থ ওরফে আদৃত রায় (Adrit Roy)। মিঠাই ভক্তরা এই সংবাদে বেশ দুঃখ প্রকাশ করলেও গাঁটছড়া ভক্তরা খুবই খুশি। 

gaatchora actress solanki roy bid farewell to fans through her post

উল্লেখ্য, সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করলেও, গাঁটছড়ার ভাগ্য একদমই ভালো নয়, আগের থেকে অনেক খারাপ। শোলাঙ্কি যখন থেকে ধারাবাহিক ছেড়ে চলে গিয়েছে, তখন থেকেই টিআরপি নম্বর একেবারে ভালো নয়। আর তাই স্লট পরিবর্তন করা হয়েছে। স্লট পরিবর্তনে ভাগ্য বদলায় কি সেটাই দেখার। 

× close ad