দক্ষিণী সিনেমায় রিমেক হয়েছিল! জেনে নিন সেই ৬ জনপ্রিয় বলিউড সিনেমার নাম

সিনেমাপ্রেমী মানুষদের জন্য নতুন নতুন সিনেমা আনন্দদায়ক ও উৎসাহমূলক ব্যাপার। নতুন সিমেমা মানেই একঝাঁক আনন্দ আর উত্তেজনা। নতুন কিছু দেখতে পাওয়ার উত্তেজনা। বলিউডে দক্ষিণী ইন্ডাস্ট্রির

Desk

3 Idiots Bollywood Remake to South Indian Film

সিনেমাপ্রেমী মানুষদের জন্য নতুন নতুন সিনেমা আনন্দদায়ক ও উৎসাহমূলক ব্যাপার। নতুন সিমেমা মানেই একঝাঁক আনন্দ আর উত্তেজনা। নতুন কিছু দেখতে পাওয়ার উত্তেজনা। বলিউডে দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবি রিমেক করে (Bollywood Remake) এমন কয়েকটি সিনেমা তৈরী হয়েছে যেগুলি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিলো। তবে এমনও বেশ কিছু ছবি রয়েছে যেগুলো বলিউড থেকে নিয়ে রিমেক তৈরী করেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি।

দুর্দান্ত কাহিনীর এই  ছবিগুলি না দেখে থাকলে আপনি অনেক কিছুই মিস করে যাবেন। আজ সেই সব সিনেমা নিয়েই আলোচনা করতে চলেছি যেগুলো বলিউডের বক্স অফিসে একসময় রাজত্ব করেছিল। আসুন দেখে নেওয়া যাক সেই সিনেমাগুলির সম্পর্কে যেগুলো দক্ষিণী ইন্ডাস্ট্রি রিমেক করেছে বলিউডের থেকে (South Indian film Industry Bollywood Remake)।

south indian films which are Bollywood Remake

৬ টি জনপ্রিয় সিনেমা যেগুলির রিমেক হয়েছিল দক্ষিণী ইন্ডাস্ট্রিতে (6 South Films which are Bollywood Remake)

মুন্নাভাই এমবিবিএস (Munna Bhai MBBS)

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত ‘মুন্না ভাই এম বি বি এস’ সিনেমাটি দক্ষিণ ভারতীয় সিনেমায় রিমেক করা হয়েছিল। তেলেগু সিনেমা ‘শঙ্কর দাদা এম বি বি এস’ নামে রিমেকটি তৈরী হয়েছিল। শুধু তাই নয়, পরবর্তী সময় ‘লাগে রাহো মুন্না ভাই’ সিনেমাটিরও রিমেক হয় তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘শঙ্করদাদা জিন্দাবাদ’ নামে।

3 ইডিয়টস (3 Idiots)

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান, শারমান যোশী, ওমি বৈদ্য, করিনা কাপুরকে এই সিনেমায় অভিনয়ে দেখা গিয়েছিলো। এই সিনেমাটি বলিউডে তৈরী হয়েছিল ২০০৯ সালে। পরে এই সিনেমাটি দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রিমেক করা হয়। সেখানে সিনেমাটির নাম দেওয়া হয়েছিল ‘নাম্বান’। এই ছবিটি ছিল বলিউডের রিমেক (Bollywood Remake)।

জলি এলএলবি (Jolly LL.B)

২০১৩ সালে প্রকাশিত বলিউডের জনপ্রিয় চলচ্চিত্রটির রিমেক তৈরী করা হয়েছিল দক্ষিণ ভারতীয় সিনেমায় (Sourhern Industry)। ছবিটির নাম রাখা হয়েছিল ‘ম্যানিথানিন’। বলিউডে এই সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, আরশাদ ওয়ার্সি, বোমান ইরানির মতো তারকারা।

আরও পড়ুনঃ বাংলা সিনেমা দিয়েই শুরু পথচলা, আজ বলিউডের প্রথমসারির নায়িকা এই ৭ অভিনেত্রী

এ ওয়েডনেসডে (A Wednesday)

এই সিনেমায় বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও অনুপম খেরকে অভিনয়ে দেখা গিয়েছিলো। এই ছবিটি বলিউডে ব্যাপক সফলতা অর্জন করলে পরবর্তীকালে ছবিটির দক্ষিণ ভারতে রিমেক তৈরী করা হয়। তামিল চলচ্চিত্রে এই সিনেমাটির নাম দেওয়া হয়েছিল ‘উন্নাইপোল ওরুভাম’।

ডেইলি বেলি (Delhi Belly)

জনপ্রিয় অভিনেতা আমির খানের প্রযোজনায় এই সিনেমাটি তৈরী হয়েছিল। এই সিনেমায় অভিনয়ে ছিলেন ইমরান খান, ভীর দাস, কুনাল রায় কাপুর ইত্যাদি। এই ছবিটি বলিউডে সিনেমার দুনিয়ায় বেশ সারা ফেলেছিলো। পরবর্তীকালে এই সিনেমার রিমেক হয় তামিলে যার নাম ছিল ‘সেতাই’।

আরও পড়ুনঃ অভিনয়ের স্বার্থে নাম পরিবর্তন করতে হয়েছিল! জেনে নিন এই ১২ জন তারকার আসল পরিচয়

লাভ আজ কাল (Love Aaj Kal)

বলিউডের প্রথম সারির জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী সইফ আলী খান ও দীপিকা পাডুকোন নির্মিত এই ছবি বলিউডে সফলতা অর্জনের পর ২০১১ সালে দক্ষিণ ভারতে তেলেগু ইন্ডাস্ট্রিতে রিমেক করা হয়। ছবিটির নাম দেওয়া হয়েছিল ‘তিন মার’।

× close ad