‘বীথি চরিত্রের মুখ বদলই ধারবাহিক বন্ধের কারণ, কী বললেন রূপা গঙ্গোপাধ্যায়?

স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিক প্রথম দিকে শিরোনামে ছিল, তার কাহিনীর অনন্যতার জন্য। কিন্তু বর্তমানে দেখা যায় বিতর্কের জন্য শিরোনামে রয়েছে।  ধারাবাহিকের গুরুত্বপূর্ণ

Saranna

rupa ganguly give comment againt meyebela ending news

স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিক প্রথম দিকে শিরোনামে ছিল, তার কাহিনীর অনন্যতার জন্য। কিন্তু বর্তমানে দেখা যায় বিতর্কের জন্য শিরোনামে রয়েছে।  ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র বীথি অর্থাৎ রূপা গঙ্গোপাধ্যায় ধারাবাহিক থেকে চলে যাওয়ার পর ধারাবাহিকের টিআরপি কমে যায়। টিআরপি এতটাই কমে যায় যে, ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা শোনা যায়।

যদিও এর আগে স্বীকৃতি জানিয়েছিলেন এখনই শেষ হচ্ছে না ধারাবাহিক, শুধুমাত্র স্লট বদল ঘটছে। কিন্তু কোথায় কি, সেই বিদায় ঘন্টাই শোনা গেল। রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly) ছেড়ে যাওয়ার পর, তাঁর জায়গায় দেখা যায় অভিনেত্রী অনুশ্রী দাসকে। মোটামুটি টিআরপি বাড়ছিল। কিন্তু পরবর্তীতে আবার স্লট বদল হয়, বিকেল ৫ টার স্লটে করা হয়। কিন্তু প্রযোজনা সংস্থা বিকেল ৫টার স্লটে খুশি নন।

in meyebela serial mou stand beside bithi

তাই প্রযোজনা সংস্থা বন্ধের সিদ্ধান্ত নেয়। মাত্র ৬ মাসে বন্ধের খবর শুনে সকলেরই মন খারাপ। এই প্রসঙ্গে পরিচালক সুমন দাস লেখেন, ‘অনেকদিন পর একটা মনের মতো শো পরিচালনা করছিলাম। কিন্তু সেটা এত তাড়াতাড়ি শেষ হবে ভাবিনি। ভালো জিনিস কম হওয়ায় ভালো, তবেই সকলের মনে থাকবে। ধন্যবাদ সুরিন্দর ফিল্মস, মেয়েবেলার সমস্ত আর্টিস্ট এবং স্টার জলসা’। 

তবে গুঞ্জন শোনা যাচ্ছে, বীথির বদলে অনুশ্রী দাস আসায় নাকি ধারাবাহিক শেষ হচ্ছে। এ প্রসঙ্গে অনুশ্রী দাস জানান, ‘ বীথি চরিত্রে অভিনয় করার পর এই ধারাবাহিক শেষ হচ্ছে, এটা একদমই ভুল। আমাদের শ্যুটিং সবেমাত্র শেষ হয়েছে, সম্প্রচার বেশ কিছুদিন চলবে।’

rupa ganguly openup about why she leave meyebela serial

ধারাবাহিক শেষ হওয়া প্রসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় জানান, ‘আমার এই বিষয়ে কিছু বলার নেই। আমার যেটা ঠিক মনে হয়েছে সেটা করেছি। ঠিক করেছি না ভুল  সেটা দর্শক বলবে’। তবে এখনই ফিরছেন না রূপা গঙ্গোপাধ্যায়। কারণ নির্বাচন করতে সময় লাগে। মেয়েবেলা নির্বাচন করতে যেমন সময় লেগেছিল, তেমনই অন্য নতুন ধারাবাহিক নির্বাচন করার আগে ভাবতে হবে। 

× close ad