শেষবেলায় দর্শকদের চমকে দিল ‘মেয়েবেলা’র টুইস্ট, মিস করবেননা যেন

একটা খবরে সকলেই আমরা অবগত, খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিক। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ধারাবাহিকের অন্তিম শ্যুটিং। শেষ

Saranna

star jalsha meyebela serial give audience a beautiful end

একটা খবরে সকলেই আমরা অবগত, খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিক। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ধারাবাহিকের অন্তিম শ্যুটিং। শেষ বলেই তো হুটহাট শেষ করে দেওয়া যায় না। ধারাবাহিকেও আনতে হয় নানান চমক, যাতে দর্শকদের মনের মণিকোঠায় রয়ে যায় চিরকাল। আর তাই মেয়েবেলা ধারাবাহিকের শেষেও আনা হল নয়া চমক। মেয়েবেলার গল্প এগিয়ে যাবে ২৭ টি বছরে।

অর্থাৎ বেশ বড়সড় লিপ নিতে দেখা যাবে। আম্মা অর্থাৎ চিত্রা সেনের মৃত্যু দেখানো হবে। মৌ ডোডোর বয়স এগিয়ে যাবে সেই সঙ্গে দেখা যাবে পরবর্তী প্রজন্মকে। দেখা মিলবে মৌ-ডোডোর ছেলে নির্মোহকে। নির্মোহের চরিত্রে অভিনয় করবেন অর্পণ ঘোষাল। অর্থাৎ ছেলে ডোডোর মতোই দেখতে হবে। এই ছেলের বিয়ে হবে সেটারও দেখা মিলবে । মৌয়ের শাশুড়ি সত্তার দেখা মিলবে।

star jalsha meyebela serial end

নির্মোহর বিয়ে দেখিয়ে শেষ হবে মেয়েবেলা। কাহিনীর পাশাপাশি ডোডো-মৌয়ের লুক চেঞ্জ হতে দেখা যাবে। এতদিন যে ডোডোকে দর্শকরা দেখে এসেছে, সেই ডোডোর মুখের পরিবর্তন ঘটবে। পাকা চুল, গোঁফ-দাড়িতে দেখা মিলবে তাঁর। আর মৌয়ের দেখা মিলবে মমতাময়ী মায়ের লুকে। এই দুই লুকে অনুরাগীরা বেশ ক্রাশ খাচ্ছেন। তবে চ্যানেলের তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি। এখন দেখা যাক কি হয়।

মেয়েবেলার শেষ হওয়ায় কলাকুশলীদের মনে দুঃখের অনুরাগ ফুটে ওঠে। সেই দুঃখকে বুকে চেপেই মেয়েবেলা শেষের পার্টিতে মজলেন। হইহই করে পার্টি করলেন। উপস্থিত ছিলেন পরিচালক সুমন দাস সহ সমস্ত কলাকুশলীরা। একে অপরকে জড়িয়ে ফ্রেমবন্দি করলেন প্রতিটা মুহুর্তকে। সঙ্গে ছিল খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন। পাঁঠার মাংস-ভাত, সঙ্গে ছিল বিশেষ পানীয়।

star jalsha meyebela serial give audience a different end

তবে অনেকেই এই শেষটাতে সন্তুষ্ট নয়। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাবে নানা রকম মন্তব্যের হিড়িক। অনেকের এই ধারাবাহিকের কনসেপ্ট টা ভালো লেগেছে, আবার অনেকের ভালোই লাগেনি। টিআরপিও তেমন হয়নি। তবে ‘মৌঝর’ এর রসায়ন আরেকটু দেখতে চেয়েছিলেন দর্শক। সেটা অসম্পূর্ন থেকে গেলো। টিআরপি না থাকায় আর স্লট বদলে দেওয়ায় শেষ করেই দেওয়া হল ‘মেয়েবেলা’।

× close ad