বাংলা টেলিভিশনের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সংঘমিত্রা তালুকদার (Sanghamitra Talukder)। সংঘমিত্রার থেকে তিনি সকলের কাছে পরিচিত দূর্গা নামেই। জি বাংলার ‘আমার দূর্গা’ ধারবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রী সংঘমিত্রাকে। তিনি যেভাবে দাপটের সাথে অভিনয় করেছেন, তাঁর চরিত্র সকলের মনে দাগ কেটে গেছে। এরপর সংঘমিত্রা বহু ধারাবাহিকে কাজ করেছেন। শেষবার দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সর্বজয়াতে।
আদি বাড়ি কাঁকিনাড়ায়। কিন্তু শ্যুটিংয়ের জন্য থাকেন যাদবপুরে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় ডবল এম এ পাশ করেন। অভিনেত্রীর মা চেয়েছিলেন মেয়ে টিচার হোক। কিন্তু টিচার না হয়েই অভিনেত্রী হয়েছেন। ২০১০ সালে ‘টাপুরটুপুর’ ধারাবাহিকে বোনের চরিত্রে অভিনয় দিয়েই টলিপাড়ায় যাত্রা শুরু। এরপর দেখা গিয়েছিল ‘হয়তো তোমারই জন্য’তে। ব্যস তারপর শুরু হয়ে যায় একের পর এক দক্ষ অভিনয়।
ছোটপর্দার পাশাপাশি দেখা গেছে ওটিটিতেও। রিংগো বন্দ্যোপাধ্যায়ের ‘সেনাপতি’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে। কোনোদিন সেভাবে অ্যাক্টিং স্কুলে যাননি। আর তাই অ্যাক্টিংয়ের কথা শুনে বাড়ির সকলেই অবাক হয়েছিলেন। কিন্তু এই আনকোরা মেয়েই প্রথম , দ্বিতীয়, তৃতীয় সব ধারাবাহিকেই একেবারে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। সর্বজয়া ধারাবাহিকের পর এই অভিনেত্রীকে আর পর্দায় দেখা যায়নি।
কবে দেখা যাবে? সেই খবরও প্রকাশ্যে আসেনি। অভিনেত্রীর পছন্দের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর তাঁর জীবনের আইডল উত্তমকুমার-সুচিত্রা সেন আর সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর ড্রিমম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদাগিরি’-র কোনও সিজনই মিস করেননা। অভিনেত্রীকে খুব একটা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে দেখা যায়না।
তবে অভিনেত্রীর স্টাইল দক্ষতা খুবই অসাধারণ। বেশ স্টাইলিস্ট। অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই তা বোঝা যায়। কখনো শুধুই ওয়েস্টার্ন, আবার কখনো শুধুই ইন্ডিয়ান, আবার কখনো ইন্দো ওয়েস্টার্ন। সব লুকেই একেবারে অপরূপা। আর এ হেন সুন্দর অভিনেত্রীর আবার কবে দেখা মিলবে, তা জানতে সকলেই উৎসুক। সকলেই অপেক্ষায় রয়েছেন তাঁর ফিরে আসায়।