ইন্ডাস্ট্রিতে এমন কিছু অভিনেতা-অভিনেত্রী আছেন বা ছিলেন যাদের অভিনয় শৈলী অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু সঠিক প্রচারের অভাবে তারা ইন্ডাস্ট্রিতে যোগ্য সন্মান পাননি। তাদের মধ্যে কাউকে দর্শক মনে রেখেছেন তো কাউকে আবার ভুলেই গেছেন। ইন্ডাস্ট্রিতে সর্বদাই নতুনের আনাগোনা। পুরোনো অনেক অভিজ্ঞ অভিনেত্রী-অভিনেতারাই পাননি যোগ্য মান। অনেক তারকাই এই বিষয়ে সরাসরি অভিযোগ জানিয়েছেন। কেউ বা কথার আড়ালে আঙ্গুল তুলেছেন প্রভাবশালীদের দিকে। সম্প্রতি ইন্ডাস্ট্রির দিকে এমনই অভিযোগের আঙ্গুল তুলেছেন প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়ের (Mrinal Mukherjee) মেয়ে জোজো (Jojo)।
জোজো (Jojo) ইন্ডাস্ট্রির একজন নাম করা গায়িকা। জোজোর গান শোনেননি এমন শ্রোতা কম পাওয়া যাবে। জোজো ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় গায়িকা হিসাবে পরিচিত হলেই এই গায়িকার আরেক পরিচয় তিনি প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়ের (Mrinal Mukherjee) মেয়ে। মৃণাল মুখ্যোপাধ্যায় একজন অসাধারণ অভিনেতা ছিলেন। সিনেমায় যেকোনো চরিত্রে তিনি তার সেরা অভিনয় দিয়ে সেই চরিত্রকে দর্শকের মনে গেঁথে দিতেন।
প্রয়াত অভিনেতা মৃনাল মুখোপাধ্যায়ের জীবন নিয়ে কথা বললেন তার মেয়ে জোজো (Actor Mrinal Mukherjee daughter Jojo talk about him)
অভিনয় জগতে ভিলেনের চরিত্র হোক, কোনো পার্শ্বচরিত্র, কোনো নায়ক বা কোনো গরিষ্ঠ চরিত্রে প্রয়াত অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়ের (Mrinal Mukherjee) অভিনয়ের জুড়ি মেলা ভার ছিল। তিনি জীবনের শেষ অবধি নিজের সবটা দিয়ে ভালোবেসে অভিনয় করে গেছেন। প্রচার তিনি কখনোই পছন্দ করতেননা। তাই কেবল নিজের কাজকে ভালোবেসে একাধিক সিনেমায় অভিনয় করে গেছেন নিজের ছন্দে।
তবে প্রয়াত অভিনেতার মেয়ে মেনে নিতে পারেননা ইন্ডাস্ট্রিতে বাবার অবহেলা। তার মতে তার বাবা ইন্ডাস্ট্রিতে যোগ্য সন্মান কখনও পাননি। তিনি অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। সমান তালে ছোট পর্দা বড়ো পর্দা মিলিয়ে কাজ করে গেছেন। কখনও কোনো অভিযোগ করেননি। মানুষ তাকে হয়তো মনেও রেখেছেন। কিন্তু তবুও কোথাও বাবার না পাওয়া সম্মানের আক্ষেপ থেকে গেছে অভিনেতার মেয়ের মনে। বাবার মৃত্যুবার্ষিকীতে আবারও মনে পরে গেলো হাজারো পুরোনো স্মৃতি। ২০১৯ সালের ৭ ই মে অভিনেতার প্রয়াণ ঘটে।
আরও পড়ুনঃ পুচকে বেলায় কেমন দেখতে ছিল সিড-মিঠাই, থেকে পিলু! ছোট্টবেলার কিউট ছবি ভাইরাল নেটপাড়ায়
অভিনেতা মৃনাল মুখ্যোপাধ্যায়ের গায়ক সত্ত্বা (Actor Mrinal Mukherjee was also a singer)
জোজো এক সাক্ষাৎকারে বলেছেন, বাবা আমাকে তার শিক্ষাই দিয়েছেন। তিনি বলতেন, ‘কখনও পরিণামের কথা চিন্তা না করে, খ্যাতি-নাম-যশ এসবের কথা না ভেবে মন দিয়ে কাজকে ভালোবেসে যেতে। আর কাজ করে যেতে।’ অভিনেতা নিজেও শারীরিক অসুস্থতার মধ্যেও কাজ করে গেছেন কাউকে নিজের অসুস্থতা, অসুবিধার কথা জানতে দেননি।
আরও পড়ুনঃ রূপে লক্ষী গুণে সরস্বতী, বলিউডের এই ৫ গায়িকা সৌন্দর্যে টেক্কা দেবে বলিঅভিনেত্রীদের
সাক্ষাৎকারে জোজো (Jojo) আরও বলেন, তার বাবা ও মা দুজনেই সংগীত চর্চা করতেন। তিনি বাবার কাছেই গানের শিক্ষা নিয়েছিলেন। প্রয়াত অভিনেতা কিছু সিনেমায় গানও গেয়েছিলেন। তার মেয়ের ইচ্ছা ছিল বাবার কাছ থেকে আরও কিছুটা শেখার কিন্তু সে সুযোগ আর তিনি পেলেননা। তিনি এখনো ভাবতে পারেননা তার বাবা এতো তাড়াতাড়ি তাদের ছেড়ে চলে গেছেন। বাবার জন্য ভারাক্রান্ত হয়ে ওঠে তার মন।