জী বাংলায় সম্প্রচারিত ‘লক্ষী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar)’ ধারাবাহিকের গল্প দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) তার অভিনয়ের জাদুতে মন জিতে নিয়েছেন সকলের। পর্দায় এই নতুন ধারাবাহিকের প্রোমো দেখেই দর্শক বেশ উৎসাহিত ছিলেন নতুনত্ব কিছু দেখার আসায়। প্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে পর্দায় দেখতে পাওয়ার উচ্ছাসও ছিল। অভিনেত্রী একসময় ছোট পর্দা দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন। অনেকগুলি বছর ছোট পর্দায় চুটিয়ে কাজ করেছেন তিনি। আবারো দীর্ঘ ৪ বছর পর নতুন রূপে ফিরে এসেছেন ধারাবাহিকের পর্দায়।
অভিনেত্রী অপরাজিতার লক্ষীকাকিমা হয়ে ওঠার প্রেরণা (Inspiration for Lokkhi Kakima Superstar)
লক্ষীকাকিমার গল্প সেই সকল মানুষকে ঘিরে যারা বিপদে আপদে সংসারকে, পরিবারকে বুকে আগলে বাঁচেন। প্রয়োজনে তারা অনেক অসম্ভবকেই সম্ভব ককরতে পারেন। ধারাবাহিক শুরুর আগে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya) চরিত্রের অনুপ্রেরণার কথা জানতে চাইলে একটি সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছিলেন। তিনি এই চরিত্রের জন্য নিজের আশেপাশের লোকজনকে দেখেই নিজেকে তৈরী করতে অনুপ্রেরণা পেয়েছেন। লক্ষী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar) হয়ে উঠছেন।
ধারাবাহিকে বর্তমানে লক্ষী কাকিমার ছোট ছেলে দুলাল ও হংসিনীর বিয়ে দেখানো হয়েছে। হংসিনীকে রণজয়ের হাত থেকে বাঁচাতে গিয়েছিলেন লক্ষী কাকিমা ও তার ছোট ছেলে দুলাল। গল্পে আসে নতুন চমক, হংসিনীর বুদ্ধিতে দুলাল ও হংসিনী বিয়ের নাটক করতে রাজি হয়। অনেক মন কষাকষির পরে অবশেষে লক্ষীকাকিমা তার ছেলেকে ও হংসিনীকে ক্ষমা করে দেন।
লক্ষী কাকিমা ও হংসিনীর নাচের যুগলবন্দী (Lokkhi Kakima and Hangshini dance togather)
বর্তমানে ধারাবাহিকে দুলাল ও হংসিনীর বৌভাতের অনুষ্ঠান পর্ব চলছে। ভাত কাপড়ের অনুষ্ঠান মিতে যাওয়ার পর এবার বৌভাতের ঘরোয়া অনুষ্ঠানের একটি ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। হংসিনী ও তার লক্ষীদির নাচে যুগলবন্দী। শ্বাশুড়ি ও বৌমার এই জুটির নাচের ঝলক দেখেই মূল পর্বের অপেক্ষায় রয়েছেন দর্শক।
লক্ষীকাকিমাকে ছেলের বৌভাতের অনুষ্ঠান উপলক্ষ্যে তার নতুন বৌমার সাথে আসন্ন সিনেমা ‘বেলা শুরু’র জনপ্রিয় গান ‘টাপা টিনি র (Tapa Tini)’ ছন্দে নাচতে দেখা গেলো। অভিনেত্রী অপরাজিতা আঢ্য অভিনয়ের পাশাপাশি বহুবার তার নাচের জন্যও প্রশংসিত হয়েছেন। আবারো একবার পর্দায় অভিনেত্রীর নাচ দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
প্রসঙ্গত, খুব শীঘ্রই বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায়ের জীবনের শেষ অভিনীত সিনেমা শিবপ্রসাদ ও নন্দিতা জুটির পরিচালিত সিনেমা ‘বেলা শুরু (Bela Suru)’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শক। ইতিমধ্যেই সিনেমার গাঙ্গুলি জায়গা করে নিয়ে দর্শকের হৃদয়ের গভীরে।
আরও পড়ুনঃ ১৫ বছর পরেও খোঁজ নেই মায়ের, অবশেষে মাটির পুতুল দিয়ে শেষকৃত্য সারল ছেলেরা