যেকোনো সিনেমার সাফল্যই সিনেমায় অভিনীত চরিত্র সহ সকল কলাকুশলীদের ব্যাপক আনন্দ প্রদান করে। সিনেমা সফল হলে তাদের পরিশ্রম সার্থক হয়। একটি সিনেমা গড়ে তুলতে কেটে যায় কত মাস, কত বছর অতঃপর সেটি প্রকাশ পেতে সক্ষম হয় প্রেক্ষাগৃহে বা সিনেমা হল গুলিতে। সিনেমার সফলতা কেবল আনন্দই দেয় না বরং কলাকুশলীদের জনপ্রিয়তাও বাড়িয়ে তোলে বহুগুনে। যেমন আরআরআর (RRR) ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
বর্তমানে বলিউডে রমরমিয়ে চলছে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির (South Indian Film Industry) সিনেমা। ভাষান্তর করে একের পর এক দক্ষিণী সিনেমা বলিউডে (Bollywood) জনপ্রিয়তা পেয়েছে প্রচুর। বর্তমানে বলিউডে দক্ষিণী জনপ্রিয় সিনেমা ‘আরআরআর (RRR)’ সিনেমা হলে মুক্তি পাওয়ার প্রায় ৫০ দিন পরেও এই সিনেমাটি তার জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হয়েছে।
এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এন টি আর (Jr. NTR) কে। আর এই দুই অভিনেতার সাথে বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রী ‘আলিয়া ভাট (Alia Bhatt)’ কেও পর্দায় এক বিশেষ ভূমিকায় দেখা গেছে। সব মিলিয়ে পরিচালক এস এস রাজামৌলি নির্মিত ছবি বক্স অফিসে সুপার ডুপার হিট।
আরও পড়ুনঃ দক্ষিণী সিনেমায় রিমেক হয়েছিল! জেনে নিন সেই ৬ জনপ্রিয় বলিউড সিনেমার নাম
সম্প্রতি, তেলেঙ্গানা রাজ্যে এই ছবির জনপ্রিয়তার ঝলক উঠে এসেছে। তেলেঙ্গানায় দশম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্রে দেখা মিললো আরআরআর (RRR) সিনেমা নিয়ে প্রশ্ন। এই প্রশ্নপত্র নেটদুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অভিনেতা জুনিয়র এন টি আর এর ভক্তবৃন্দ এই প্রশ্নপত্রটির ছবি নেট দুনিয়ায় শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘আরআরআর ছবির সিনেদুনিয়ায় এতটাই প্ৰভাব পড়েছে যে, পরীক্ষায় প্রশ্নপত্রে সিনেমায় জুনিয়র এন টি আর এর অভিনয় কেমন হয়েছে সেই নিয়ে প্রশ্ন করা হয়েছে।
https://twitter.com/vishnuNtr9999/status/1523934170862747649
এটা থেকেই বোঝা যায় সারা দেশে এই সিনেমা কতখানি প্রভাব ফেলেছে। প্রসঙ্গত, দশম শ্রেণীর পরীক্ষার ওই প্রশ্নপত্রে এই প্রশ্ন করে সেই সাথে ছাত্রকে অভিনেতা জুনিয়র এন টি আর (Jr. NTR) এর সাথে একটি কল্পিত সাক্ষাৎকারের বর্ণনা দিতে বলা হয়েছে, যাতে ছবির সাফল্য নিয়ে তাকে ভিন্ন প্রশ্ন করা হয়েছে। যেমন- ছবিটি কি ধরণের ? তার সাথে ছবির পরিচালকের সম্পর্ক কিরকম ? ইত্যাদি আরও কিছু প্রশ্ন।