‘পঞ্চমী’র তারক আসলে কে? অভিনেত্রী ফাঁস করলেন পরিচয়

বাংলা ধারাবাহিক চ্যানেল গুলোতে শুধুমাত্র যে নায়ক-নায়িকারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা কিন্তু নয় ধারাবাহিকের ক্ষুদে চরিত্র গুলোও দর্শক মনে বেশ জায়গা করে নিয়েছে। যেমন

Saranna

panchomi serial child actor tarok aka nilu's real identity

বাংলা ধারাবাহিক চ্যানেল গুলোতে শুধুমাত্র যে নায়ক-নায়িকারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা কিন্তু নয় ধারাবাহিকের ক্ষুদে চরিত্র গুলোও দর্শক মনে বেশ জায়গা করে নিয়েছে। যেমন স্টার জলসার  অনুরাগের ছোঁয়ার দুই ক্ষুদে দর্শকমনে বেশ জায়গা করে নিয়েছে। তেমনই স্টার জলসার (Star Jalsha) ‘পঞ্চমী’ (Panchomi) ধারাবাহিকেও রয়েছে একজন জনপ্রিয় ক্ষুদে শিল্পী। যে দর্শকমনে বেশ জায়গা করে নিয়েছে। 

স্টার জলসার পঞ্চমী ধারাবাহিকে দেখা গেছে, পঞ্চমীর ছেলে তারক (Tarak)কে। এই তারক বা নীলু (Nilu)কে সকলের বেশ পছন্দ হয়েছে। এই চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন, আয়ুশ্রী মুখার্জী (Ayushree Mukherjee)। নামটা শুনেই মনে হচ্ছে এটা কোনো ছেলের নাম নয়, মেয়ের নাম। হ্যাঁ ঠিকই ধরেছেন, তারক চরিত্রে যিনি অভিনয় করছেন সে একজন মেয়ে। 

star jalsha panchomi serial child actor tarok aka nilu's real identity

পঞ্চমীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)। এই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে ফ্রক পড়ে তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছে তারক থুরি আয়ুশ্রী মুখার্জী (Ayushree Mukherjee)। এই ছবি শেয়ার না করলে জানায় যেত না, তারক চরিত্রের অভিনেতা একজন মেয়ে। আয়ুশ্রী প্রথম শ্রেণীর ছাত্রী। 

এথ আগে আয়ুশ্রীর দেখা মিলেছিল দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। ডাক এসেছিল গোরা ২ চরিত্রে অভিনয়ের জন্য। কিন্তু পড়াশোনার চাপে সে কাজ করা হয়ে ওঠেনি। তবে পরীক্ষা শেষ হওয়ার পর ডাক আসে পঞ্চমী ধারাবাহিকের জন্য, অভিনয় করেন এই ধারাবাহিকে। এই ধারাবাহিক দিয়েই তাঁর অভিনয়ের ডেবিউ হয়।

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)


আয়ুশ্রীর মেয়ে থেকে ছেলে হওয়া প্রসঙ্গে অভিনেত্রী সুস্মিতা দে জানান, ‘বেধ মজাই লাগছিল। রূপটানের পর দেখি, একদম চেনাই যাচ্ছে না। বোঝার উপায় ছিল না, ও ছেলে কি মেয়ে। তবে এখন দেখে দেখে অভ্যস্ত হয়ে  গেছে। তবে আয়ুশ্রী ছেলেদের মত ডানপিটে নয়। খুবই লক্ষীমন্ত্র।

খুব তাড়াতাড়ি সংলাপ মুখস্থ করে নেয়। অবসরে আমার সাথে খেলে, রিলস করে, আবার পড়াশোনাও করে’। আয়ুশ্রী মুখার্জী (Ayushree Mukherjee) কে সেটের সবাই ভালোবাসে। সবার কোলে উঠে চড়ে, সবার কাছে খুবই আদুরে। শ্যুট যখন থাকেনা, সারাদিন খেলছে। শ্যুট না থাকলে আয়ুশ্রীর মনখারাপ হয়ে যায়। এখন থেকেই সে কাজ প্রেমী হয়ে উঠেছে। 

× close ad