স্টার জলসার (Star Jalsha) একটি উল্লেখযোগ্য জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে দর্শক মহলে। কয়েক মাস ধরেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ বিরাজমান এই ধারাবাহিক। টিআরপি তালিকায় ভালো ফল করলেও দর্শকরা কিন্তু আর ধৈর্য্য ধরে রাখতে পারছেন না। তারা খুবই নিরাশ হচ্ছিলেন। তবে সাম্প্রতিক এপিসোডে সেই প্রতীক্ষিত মুহূর্ত দেখতে পেলেন দর্শক।
ধারাবাহিকের খল চরিত্র মিশকার জন্যই সব ঠিক হচ্ছে না। যতবার সব ঠিক হতে যায়, তখনই মিশকা এসে সেগুলো ভন্ডুল করে। আর তাই সে নতুন পরিকল্পনা করেছে। সোনা জানে সে অনাথ। তাই মা – বাবাকে খুঁজে বেড়াচ্ছে। আর এই সুযোগকে হাতিয়ার করল মিশকা। সেনগুপ্ত বাড়িতে সাজিয়ে নিয়ে এল সোনার নকল মা-বাবাকে।

নকল মা-বাবাকে নিয়ে এসে মিশকা দীপা এবং লাবণ্য সেনগুপ্তকে চ্যালেঞ্জ জানায়, তারা কোনোদিনই পারবে না সোনার নকল বাবা-মা যে নকল সেটা সবার সামনে তুলে ধরতে। এই সময়ই রূপা এসে পড়ে। রূপা জানায়, সে প্রমাণ করতে পারবে, এগুলো সোনার নকল বাবা-মা। রূপা বোনের কান্না দেখে জানায়, সকলেই আছে তার।
তাও সোনা কিছুতেই বুঝতে চায়না, বিশ্বাস করতে চায় না। তারপর রূপা বলে, রূপার মা-বাবাই তোমার মা-বাবা। আমরা দুজনে সোনা-রূপা জমজ বোন। অন্য কারোর কোনো কথা শুনবে না তুমি। এরপরই দীপা রূপাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু রূপা অভিমানে দীপাকে সড়িয়ে দেয়। তারপরেই লাবণ্য সেনের কাছে প্রশ্ন তোলেন, কেন তিনি মিথ্যা বলেছেন? লাবণ্য সেনগুপ্ত এর কিছুই উত্তর দিতে পারেনা।

এবার গল্পের মোড় কোনদিকে ঘোরে সেটাই দেখার। সোনা সব জানল বটে, কিন্তু সোনার তার পরিবারের আপনজনদের সাথে দূরত্ব ঘটল। সোনা অভিমান আদৌও কি ভাঙবে? সেটাই দেখার। অন্যদিকে সূর্যকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় এক বৃদ্ধা । সূর্যর কি হয়েছে? সম্পর্কের সমীকরণ কি হয়? তার উত্তর পেতে দেখতে হবে আগামী এপিসোড গুলো।








