ইয়াং শাশুড়ি ‘ঝিলমিল’ এর পথচলায় ইতি, শেষদিনে ভারাক্রান্ত মনে বিদায় জানালেন স্বস্তিকা

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল খুব শীঘ্রই শেষ হয়ে যাবে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক, ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)। ২০২২ এর ১১ই

Saranna

swastika dutta get emotional on last day of shooting tomar khola hawa serial

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল খুব শীঘ্রই শেষ হয়ে যাবে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক, ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Hawa)। ২০২২ এর ১১ই নভেম্বর শুরু হয়েছিল ধারাবাহিকের পথচলা। শেষ হবে হবে করে টাইম স্লট বদল করে টেনে টুনে চলল মাস চারেক । কিন্তু আর টানা যাচ্ছিল না, আর তাই বেজে গেল বিদায়ের ঘণ্টা। 

ধারাবাহিকের শুরুটা যখন হয়েছিল একেবারে ইউনিক গল্প। একজন ইয়ং শাশুড়ির তিনটে ছেলে বৌমা নাতি-নাতনি। ইয়ং শাশুড়ির চরিত্রে অভিনয় করছিলেন, জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকার দত্ত। ইউনিক গল্প দিয়ে শুরু হলেও, ধারাবাহিকটি সেভাবে সবার মনে জায়গা করে নিতে পারেনি, আর তাই টিআরপি তালিকাতেও তেমন দেখা যায়নি। টিআরপি তালিকায় ভালো ফল না করতে পারলে ধারাবাহিকের অবসান ঘটে কয়েক মাসেই। আর এই ধারাবাহিকের ক্ষেত্রেও তাই ঘটল। 

tomar khola hawa serial end in this july

ধারাবাহিকের শেষ শ্যুটিং ছিল ২৫ জুলাই। সবারই মন বিষাদে ভরে গেছে। ধারাবাহিকটি জায়গা করে না নিতে পারলেও, ধারাবাহিকের চরিত্র গুলো জায়গা করে নিয়েছে মানুষের মনে। স্লট বদল হওয়াতে বেজায় ক্ষেপে গিয়েছিলেন স্বস্তিকা। তবুও ধৈর্য সহকারে অভিনয়টা করে গেছেন। ধারাবাহিকের শ্যুটিং শেষে এক সাক্ষাৎকারে বিষাদ মন নিয়ে মুখ খুললেন। 

‘আমার আনন্দও হচ্ছে না, আবার কান্নাও পাচ্ছে না। সবমিলিয়ে যেন একটা মিশ্র প্রতিক্রিয়া। আমি খুব অবাক হয়েছি এই ঘটনায়। তবে যদিও সব সিরিয়ালই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তবে শ্যুটিং শেষ হলে সবথেকে যাকে মিস করব, তা হল ঝিলমিল। তবে সেটের সবাই মিলে পরিকল্পনা করেছি, মাসে একটিবার দেখা করব’। 

এর পাশাপাশি শেষ দিনের শ্যুটিংয়ের মুহূর্ত শেয়ার করে আবেগঘন হয়ে লেখেন, ‘যার শেষ ভালো তার সব ভালো। ভীষণ সুন্দর কাটল সময়টা, আমার বহুদিন মনে থাকবে। ঝিলমিল দীর্ঘদিন স্বস্তিকার সঙ্গে থেকে যাবে। আমি ঝিলমিল হতে পেরে কৃতজ্ঞ। অনেক ভালোবাসা পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি।’

× close ad