টলিপাড়ার দজ্জাল শাশুড়ি নামে খ্যাত যিনি তিনি হলেন ‘বাবুর মা’ (Babur Maa)। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)র পর্ণার শাশুড়ি। বাবুর মা যে কি দজ্জাল শাশুড়ি তা সকলেই জানেন। এখন হয়ত একটু নরম বলে মনে হয়, ধারাবাহিক শুরুর প্রথম দিকে দেখা গিয়েছিল তাঁর দজ্জালের উপমা। নেটপাড়ায় বেশ ট্রোলও হয়েছিল। দজ্জাল হলে কি হবে, এই দজ্জাল শাশুড়ির ভিতরে রয়েছে সুপ্ত রোমান্টিকতা।
বর্তমানে ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র সৃজন রিয়েল লাইফে পায়ে চোট পেয়েছে, এখন সে কোনোমতেই পারবে না অভিনয় করতে। কিন্তু নায়ক ছাড়া কীভাবে এগোবে ধারাবাহিক? তাই ঘরে বসেই চলছে শ্যুটিং পর্ব। অন্যদিকে ধারাবাহিকেও দেখানো হয়েছে, পায়ে চোট পেয়েছে। দুদিকটাই ব্যালেন্স হচ্ছে। আর তাই ধারাবাহিকের টিআরপি নম্বরও বেশ ভালো রয়েছে।
ধারাবাহিকে দেখা যাচ্ছে, শাড়ির ফ্যাশন শো। এই ফ্যাশন শোয়ের আয়োজন করেছে পর্ণা দত্ত। ফ্যাশন শোয়ে অংশগ্রহণের জন্য বাইরে থেকে কোনো মহিলা আসেননি। এই ফ্যাশন শোয়ের অংশগ্রহণকারীরা হলেধ দত্ত বাড়ির মহিলা। সৃজনের মা-কাকিমা, জেঠিমা এরাই হলেন অংশগ্রহণকারী।
এই শোয়ে অংশগ্রহণ করেছে বাবুর মা কৃষ্ণা। কৃষ্ণাকে তাঁর মেয়ে সুন্দর পরিপাটি করে সাজিয়েছে। বাবুর বাবা দেখে অবাক হয়ে যায়। প্রশংসা করেন সাজানোর। শুধু সাজানোর নয়, কৃষ্ণার সুন্দর রূপেরও প্রশংসা করেন। সাজানোর পর লক্ষ করেন কপালে টিপ নেই। আর তাই নিজে হাতে এই টিপ কপালে পড়িয়ে দেন। পাশাপাশি এও বলেন, রাগ কমিয়ে সবসময় সেজেগুজে থাকতে।
বাবুর মা-বাবার এই রোমান্টিক মুহুর্ত দেখে অনুরাগীরা প্রশংশায় ভরিয়ে দিচ্ছেন ধারাবাহিককে। তারা বলছে, এখন দত্ত বাড়িতে বইছে প্রেমের জোয়ার। এখনকার দিনের থেকে পুরানো দিনের প্রেম গুলো সবথেকে বেশি রোমান্টিক। আর এর মাঝেই বাবুর মায়ের ভিতরে যে সুন্দর রোমান্টিক ভাব আছে, তার দেখা মিলল সাম্প্রতিক এপিসোডে।