নতুন ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন ‘কোমল’, সঙ্গী এই অভিনেতা

কয়েকদিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল হানি বাফনা (Honey Bafna) আবারও ফিরছেন টিভির পর্দায়। সঙ্গে থাকছেন নাকি রাগে অনুরাগে খ্যাত অভিনেত্রীর সাথে জুটি বাঁধছেন। একথা

Nandini

tumpa ghosh coming on new serial with this actor

কয়েকদিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল হানি বাফনা (Honey Bafna) আবারও ফিরছেন টিভির পর্দায়। সঙ্গে থাকছেন নাকি রাগে অনুরাগে খ্যাত অভিনেত্রীর সাথে জুটি বাঁধছেন। একথা অভিনেতা নস্যাৎ করে দিয়েছিলেন। নস্যাৎ করলেও, তিনি জানিয়েছিলেন এখনো চূড়ান্ত হয়নি, তাই কিছু বলতে চায় না। তবে প্রকাশ্যে না আনলেও গুঞ্জন যে মিথ্যা ছিল না, তা জানা গেল। 

সম্প্রতি শোনা যাচ্ছে, হানি বাফনাকে দেখা যাবে একটি নতুন ধারাবাহিকে। এই ধারাবাহিক জি বা স্টারে আসছেনা, আসছে সান বাংলায় (Sun Bangla)। সান বাংলায় আসছে ‘শ্যমা’ (Shyama)। এই ধারাবাহিকে জুটি বাঁধছেন হানি বাফনা (Honey Bafna) এবং টুম্পা ঘোষ (Tumpa Ghosh)। ধারাবাহিকটি একটি অন্য ধরনের। এরকম কাহিনী এর আগে সৃষ্টি হয়নি। জানা যাচ্ছে, জয় (হানি বাফনা) একজন বড়লোক বাড়ির ছেলে।

tumpa ghosh coming on new serial with actor honey bafna

জয়ের দাদু (বিশ্বনাথ চক্রবর্তী) প্রখ্যাত জ্যোতিষ। অন্যদিকে পুরোহিতের কন্যা হচ্ছে অরিত্রি (টুম্পা ঘোষ)। জাদু যেহেতু জ্যোতিষ তাই কুষ্ঠি মিলিয়ে বিয়ে হয় দুজনের। কিন্তু বিয়ের পর তাদের জীবনে আসে কালো ছায়া। এই বিপদ সম্পর্কে তারা প্রস্তুত ছিল না। এইসব কিছু কাটিয়ে তারা কি সুখী দাম্পত্য জীবন কাটাতে পারবে? সেই উত্তর মিলবে এই গল্পে। 

হানি বাফনা (Honey Bafna) ছাড়াও ‘জয়’ চরিত্রটির বাবার চরিত্রে দেখা যাবে ভরত কলকে। জয়ের ঠাকুমার চরিত্রে থাকবেন অনুরাধা রায়। মায়ের চরিত্রে থাকবেন সুচিস্মিতা চৌধুরী। ভাইয়ের চরিত্রে থাকবেন সায়ক চক্রবর্তী। অরিত্রির বাবার চরিত্রে অভিনয় করবেন, বোধিসত্ত্ব মজুমদার। অরিত্রির মায়ের চরিত্রে অভিনয় করবেন মৌসুমী সাহা। আর জয়ের প্রেমিকার চরিত্রে থাকবেন  সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। 

honey bafna coming on new serial with tumpa ghosh

উল্লেখ্য, টুম্পা ঘোষ টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী। টুম্পা ঘোষ (Tumpa Ghosh) স্টার জলসার বিধির বিধান ধারাবাহিক দিয়ে কেরিয়ার জীবন শুরু করেছিলেন। সেই চরিত্রের নাম ছিল শ্যামা। আর সেই চরিত্রের নামেই আসছে নতুন ধারাবাহিক। এছাড়াও অভিনয় করেছেন, রাগে অনুরাগে, বেদেনি মলুয়ার কথা, অগ্নিজল, রাঙিয়ে দিয়ে যাও, নিশির ডাক, তিন শক্তির আধার ত্রিশূল সহ উল্লেখযোগ্য ধারাবাহিকে।

× close ad