অবিশ্বাস থাকলেও ভালোলাগা মরেনি! মেঘের প্রতি মুগ্ধতার কথা স্বীকার করল নীল

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকের গল্পে এসেছে নতুন মোড়। সৌরনীল (Souronil) বিয়ের মণ্ডপে ময়ূরীকে বাদ দিয়ে মেঘকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেও।

Nandini

souronil amazed by megh's personality in icche putul serial

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকের গল্পে এসেছে নতুন মোড়। সৌরনীল (Souronil) বিয়ের মণ্ডপে ময়ূরীকে বাদ দিয়ে মেঘকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেও। মেঘের প্রতি তার বিশ্বাস বড়ই নড়বড়ে। বারবার ময়ূরী একটা করে ষড়যন্ত্র করে আর মেঘকে সকলের কাঠগোড়ায় এনে দাঁড় করায়। আর প্রত্যেকবারই সকলের সাথে সাথে মেঘকে সবথেকে বেশি অবিশ্বাস আর অপমান করে নীল।

বারবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখে মেঘ (Megh) এবার অতিষ্ট। সে এবার আর সবকিছু সহ্য করবেনা বা মেনে নেবেনা। তার ধৈর্য এবার বাঁধ ভেঙেছে। সে নিজের বাড়িতে চলে এসেছে। যদিও নীলের বাড়ি থেকে নীল সহ তার বাড়ির কিছু সদস্যই একপ্রকার তাড়িয়ে দিয়েছে মেঘকে। তবে অপমান নিয়ে সেই বাড়িতে থাকতেও চায়নি মেঘ। যখন নিজের কাছের মানুষ অর্থাৎ নীল (Nil) স্বয়ং তাকে বিশ্বাস করেনি।

in icche putul serial souronil destroy megh's carrer

তবে এবার মেঘ (Megh) নীলকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। নীল এইবার যেটা করেছে তার ক্ষমা সে পাবেনা। সে যতই নিজের ভুল বুঝতে পারুক না কেন মেঘ আর নীলের কোথায় ভুলে তাকে ক্ষমা করবেনা। মেঘ নিজের সিঁদুর পর্যন্ত মুছে ফেলেছে নীলের থেকে এমন মানসিক আঘাত পেয়ে। তবে নীল (Nil) কর্মসূত্রে আর মেঘ পড়াশুনার সূত্রে যেহেতু একই ইউনিভার্সিটিতে যায় তাই তারা প্রতিনিয়ত মুখোমুখি হয়।

আরও পড়ুনঃ ‘ময়ূরী’র মুখে ঝামা ঘষে রূপের সত্যি সামনে আনবে মেঘ, ‘ইচ্ছে পুতুলে’ নতুন মোড়

মেঘ নিজেকে স্বাভাবিক রাখতে পারলেও সৌরনীল (Souronil) তা পারেনা। সে সকলের সামনেই মেঘকে অপমান করে অপদস্ত করে। মেঘ (Megh) নীলকে ভালোবাসে কিন্তু তার জন্য সে নিজের জীবনকে আটকে রাখতে চায়না। তাই সব পিছনে ফেলে নিজের গানকে আশ্রয় করে জীবনে এগিয়ে যেতে চায় সে। অন্যদিকে ময়ূরী নীলকে সম্পূর্ণ মেঘের থেকে কেড়ে নিয়ে বিয়ের মতলবে রয়েছে।

এতো কিছুর মাঝেও কোথাও মেঘের প্রতি নীলের মুগ্ধতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। মেঘ (Megh)কে যেভাবে নীল ভালোবেসেছিল। সেই মেয়েটাকে দেখলে বারবার নিজেকে হারিয়ে ফেলে সে, এমনটাই সে স্বীকার করে নিল নিজের ভাই লালের কাছে। লাল যখন নীল (Nil)কে তার ভুলটা ধরানোর চেষ্টা করছিল তখন মেঘের কথা বলতে গিয়ে নীল তাকে বলে বসে, মেঘের আত্মসম্মান, ব্যক্তিত্ব, কথাবার্তা সবসময় তাকে চমকে দেয়। তার মধ্যে একটা সত্যতা একটা মুগ্ধতা খুঁজে পায় নীল।

× close ad