চারিদিকে কান পাতলেই শোনা যাচ্ছে নতুন ধারাবাহিক আসছে, কিন্তু নতুন যে বাংলা ধারাবাহিক (Bengali Serial) আসছে, তাকে জায়গা করে দিতেও তো দরকার পুরানো ধারাবাহিকের চলে যাওয়া। কিন্তু কোন ধারাবাহিক শেষ হবে? এই নিয়ে ভাবতে থাকেন সকলেই। কারণ সকলেরই তো একটা পছন্দের ধারাবাহিক থাকে, সেটা যদি শেষ হয়ে যায় মনখারাপ তো হয়ই। হঠাৎই শোনা যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)র সূর্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta) নতুন ধারাবাহিকে কাজ করবেন।
স্বাভাবিক ভাবেই এই খবরে সকলের মনেই প্রশ্ন তবে কি শেষ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’? এই ধারাবাহিক গত কয়েক মাস ধরেই টিআরপি তালিকায় সবার প্রথমে জায়গা করে নিয়েছে। সম্প্রতি, ধারাবাহিকটি ৪০০ পর্ব অতিক্রম করেছে। বেশ ভালোই ফল করছে, আর দু মাস পরেই নাকি সেই ধারাবাহিক শেষ হয়ে যাবে। কারণ যে নতুন ধারাবাহিক আসছে, সেখানে নায়ক চরিত্রে থাকবেন অনুরাগের ছোঁয়ার সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)।
নিয়মানুযায়ী, কোনো নায়ক একটা ধারাবাহিকের মুখ্য চরিত্র থাকতে থাকতে আর একটা ধারাবাহিকের মুখ্য চরিত্র থাকতে পারে না। তাই দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta) যদি ওই ধারাবাহিকে কাজ করেন, তাহলে তো এই ধারাবাহিক শেষ করেই তাকে কাজ করতে হবে। যদিও অফিশিয়ালি কোনো খবর আসেনি। তবে শোনা যাচ্ছে, ধারাবাহিকটি ‘এসভিএফ’ এর হতে চলেছে। এই প্রোডাকশনেরই ধারাবাহিক অনুরাগের ছোঁয়া।
তাই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন ধারাবাহিকের সেট তৈরীর কাজ হচ্ছে টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়োয়। যেখানে ‘ইন্দ্রাণী’ সিরিয়ালের শ্যুটিং হত , সেখানেই হবে এই ধারাবাহিকের শ্যুটিং। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অর্থাৎ নায়কের ভূমিকায় অভিনয় করার জন্য প্রোডাকশন তিন নায়কের কথা ভেবেছেন, দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta), সুস্মিত মুখোপাধ্যায় (Sushmit Mukherjee) এবং সোমরাজ মাইতি (Somraj Maity)।
আরও পড়ুনঃ পর্দায় বাবা হলেও, বাস্তবে সম্পর্ক বন্ধুর, সূর্যকে নাম ধরেই ডাকে তার ছোট্ট সোনা-রুপা!
এর মধ্যে থেকেই হবে বাছাই। একটা টিআরপি টপার সিরিয়াল এত তাড়াতাড়ি হয়ত শেষ হবে না। নায়ক হিসেবে বাছাই হতে পারে সুস্মিত, কারণ অনেক দিন হল ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাকে। অন্যদিকে, সোমরাজ মাইতি এ প্রসঙ্গে জানিয়েছেন, তার কাছে কাজের অফার এখনো আসেনি। তবে দুটো চ্যানেলের সাথে কথা হয়েছে। কিন্তু তিনি ছোটো পর্দায় এখন আর কাজ করতে চান না। টানা ৭ বছর কাজ করার পর এখন পুরোপুরি মনোনিবেশ করতে চান বড় পর্দায়।’ তাই কে হবে নায়ক? উত্তর দেবে সময়।