কিছু ধারাবাহিক, কিছু চরিত্র, কিছু মানুষ শেষ হয়েও মনে থেকে যায়। সবকিছুরই শেষ আছে, কিন্তু সেই শেষেরও শুরু আছে। সেই শুরুটা আজীবন রয়ে যাওয়ার শুরু। জি বাংলার জনপ্রিয় মিঠাই ধারাবাহিক শেষ হয়েও, আজও সকলের মনে রয়ে গেছে। আর তাই তো সাম্প্রতিক কালের সব চরিত্রকে ছাপিয়ে আবারও সবার সেরা হল মিঠাই (Mithai) চরিত্র তথা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।
মিঠাই শেষ হয়েছে প্রায় দু মাস হল। শেষ হয়েছে ৩ জুন। কিন্তু এখনো রয়ে গেছে তার রেশ। এখনো মানুষ মিঠাইয়ের পুরানো এপিসোড গুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখেন। সেগুলো দেখে আবেগে ভাসেন। এরকম জনপ্রিয়তা আর কোনো ধারাবাহিক খুব একটা পায়নি। সবথেকে বড় কথা হল, ধারাবাহিক শেষ হওয়ার পরেও ধারাবাহিক পেল পুরস্কার।
মিঠাই ধারাবাহিক জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে জিতে নিয়েছে অনেকগুলো পুরস্কার। শুধু সোনার সংসার নয়, অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠান গুলো থেকে মিঠাই তথা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু পেয়েছেন অনেক পুরস্কার। আবারও বেঙ্গলি ফিল্ম এন্ড টেলিভিশন আওয়ার্ড ২০২৩- এ সৌমিতৃষা পাবেন সেরা মুখ্য অভিনেত্রীর পুরস্কার।
এখনো সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি। ২০২৩ সালের ১৩ই আগস্ট নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে এই পুরস্কারের অনুষ্ঠানটি। আর এখানেই সৌমিতৃষা পাবেন সেরা মুখ্য অভিনেত্রীর অ্যাওয়ার্ড। আবারও তিনি সবাইকে ছাপিয়ে সেরার সেরা। তবে শুধু সৌমিতৃষা নন, অনেকেই মনোনীত হয়েছেন এই অ্যাওয়ার্ডে। ‘এই পথ যদি না শেষ হয়’ থেকে মনোনীত হয়েছেন মুখ্য অভিনেত্রী অন্বেষা হাজরা।
আরও পড়ুনঃ ফের পর্দায় ‘মিঠাই’! ‘মিঠাই’য়ের স্মৃতি তাজা করল এই ধারাবাহিক, রইল প্রোমো
‘মিঠাই’ থেকে শুধু সৌমিতৃষা নন, পুরষ্কার পাচ্ছেন মিঠাই ধারাবাহিকের দাদাই তথা বিশ্বজিৎ চক্রবর্তী। স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিক থেকে পুরস্কার পাচ্ছেন গৌরব চ্যাটার্জী। ‘হরগৌরি পাইস হোটেল’ – থেকে পাচ্ছেন সুরভী মল্লিক। ‘জগদ্ধাত্রী ‘ ধারাবাহিকের জন্য পুরস্কার পাচ্ছেন স্নেহাশিষ চক্রবর্তী। ‘বাংলা মিডিয়াম ‘ থেকে পাচ্ছেন সম্পূর্ণা লাহিড়ী। অনুরাগের ছোঁয়া থেকে পুরস্কার পাচ্ছেন দুই ক্ষুদে সৃষ্টি মজুমদার আর মিশিতা রায়চৌধুরী।