টেলিভিশনের পর্দায় এক নতুন নায়কের দেখা মিলেছে। যে ইতিমধ্যেই বঙ্গ নারীদের নতুন ক্রাশে পরিণত হয়েছে। তার দেখা মিলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল'(Icche Putul)এ। মেঘ নীলকে ছেড়ে একা জীবন কাটাচ্ছে। মেঘের জীবনে প্রবেশ করেছে গুরুজীর ছাত্র। আর এই চরিত্রের নাম ‘জিষ্ণু’ (Jishnu)। যার রূপ, কথাবার্তা, অভিনয় দেখে সকলেই ফিদা। কিন্তু অনেকেই চেনেন না, এই নতুন অভিনেতাকে, আজ রইল তাঁর পরিচয়।
বর্তমান কাহিনী অনুসারে দেখা যায়, ময়ূরী (Mayuri)র চক্রান্তে মেঘের সংসার ভেঙেছে। মেঘ (Megh)কে সরিয়ে নীলের জীবনে নতুন করে নিজের জায়গা তৈরী করতে চাইছে ময়ূরী। যদিও আগেও চেয়েছে। তবে সে সফল হয়নি। নীলের মেঘের প্রতি বিশ্বাস এতটাই ঠুনকো, যে সে বাইরের মানুষকে বেশি বিশ্বাস করে। আর তাই তো মেঘের থেকে সে বেশি বিশ্বাস করল ময়ূরী এবং রূপকে। মেঘকে ডিভোর্স দিতেও চেয়েছে।
মেঘ নিজের মতো গুছিয়ে নিয়েছে নিজের জীবন। নিজের ভালোবাসা গানকেই বেছে নিয়েছে ভবিষ্যতে এগিয়ে চলার জন্য। গানের প্রতিযোগীতার হাত ধরেই মেঘের জীবনে এই নতুন বন্ধুর আগমন। তবে সৌরনীল (Souryaneel) এর মেঘের প্রতি এমন অসহ্য ব্যবহার দেখে জিষ্ণু মেঘের পরবর্তী নায়ক হতে চলেছে কিনা তা তো গল্প এগোলেই বোঝা যাবে। এই জিষ্ণু চরিত্রে যে অভিনেতাকে পর্দায় দেখা যাচ্ছে তিনি হলেন অভিনেতা শমীক চক্রবর্তী (Shamik Chakraborty)।
তিনি ধারাবাহিক জগতে নতুন নন। তাকে আগেও বহু বাংলা ধারাবাহিকে দেখা গেছে। স্টার জলসা, জি বাংলা, কালারস্ বাংলা প্রায় সব বাংলা বিনোদনের চ্যানেলেই কাজ করেছেন অভিনেতা। এখনও পর্যন্ত তাকে দেখা গেছে ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘খেলনা বাড়ি’, ‘ফেলনা’ ও ‘গোধূলি আলাপ’-এর মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে। মুখ্য বা বিশেষ কোনো চরিত্রে তাকে সেভাবে দেখা না গেলেও একাধিক ধারাবাহিকে ইতিমধ্যে কাজ করে ফেলেছেন এই শমীক চক্রবর্তী (Shamik Chakraborty)।
আরও পড়ুনঃ গিনির সামনেই রূপের ভোলবদল, ফাঁস ‘ইচ্ছে পুতুল’ ধুন্ধুমার পর্ব!
সোশ্যাল মিডিয়াতেও অভিনেতা বেশ সক্রিয়। তার প্রমান অভিনেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লক্ষ্য করলেই দেখা যাবে তিনি কতটা সক্রিয়। গুরুজীর এই ছাত্রের চরিত্রে অভিনেতাকে দেখে ‘ইচ্ছে পুতুলে’র নিয়মিত দর্শকদের অনেকেরই মত মেঘের সাথে এই জিষ্ণু (Jishnu)র বিয়ে হোক। একজন লিখেছেন, ‘এর সাথে মেঘকে মানাইছে একেই নায়ক বানান, ময়ুরীর সাথে নীলকে বিয়ে দিয়ে দেওয়া হোক’। আবার অনেকে এও বলেছেন, ‘ময়ূরী আর নীল? না একদমই না, নীল আর মেঘের মিল হলেই খুব ভাল হয়’। তবে সবটা সময়ের সাথেই স্পষ্ট হবে।